All news

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ এবারও সেরা করদাতা

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ ৮ম বারের মতো সর্বোচ্চ করদাতার তালিকায়

প্রতি বছরের মতো এবারও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২২-২৩ অর্থবছরে সর্বোচ্চ করদাতা ১৪১টি কোম্পানি ও ব্যক্তির নাম প্রকাশ করেছে। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে সেরা করদাতাদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড। গত অর্থবছরেও সর্বোচ্চ করদাতার তালিকায় ছিল ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড। সেরা করদাতা নির্বাচিত হওয়া ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের অধীনে রয়েছে বাংলা দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’, ‘কালের কণ্ঠ’, ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি সান’, টেলিভিশন ‘নিউজ টোয়েন্টিফোর’, ‘টি-স্পোর্টস’, অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা নিউজ’ ও বেতার ‘রেডিও ক্যাপিটাল’। গত ৩০ নভেম্বর জারি করা অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর-১ শাখার এ সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে জানা গেছে, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে প্রথম হয়েছে ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠান মিডিয়াস্টার লিমিটেড, যার অধীনে রয়েছে দৈনিক ‘প্রথম আলো’। তৃতীয় অবস্থানে রয়েছে সময় মিডিয়া লিমিটেড, এর আওতায় রয়েছে সময় টিভি। চতুর্থ টাইমস মিডিয়া লিমিটেড, এর অধীনে রয়েছে  দৈনিক ‘সমকাল’।

২০১৬ সাল থেকে আনুষ্ঠানিকভাবে সেরা করদাতাদের ট্যাক্স কার্ড ও সম্মাননা দিয়ে আসছে এনবিআর। সেরা করদাতা হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এবারও ১৪১টি ট্যাক্স কার্ড দেবে এনবিআর। এর মধ্যে ব্যক্তি রয়েছেন ৭৬ জন, বাকিগুলো প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, টেলিযোগাযোগ, প্রকৌশল, খাদ্য ও আনুষঙ্গিক, জ্বালানি, পাটশিল্প, স্পিনিং ও টেক্সটাইল, ওষুধ ও রসায়ন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, রিয়েল এস্টেট, তৈরি পোশাক, চামড়াশিল্প, ফার্ম, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যক্তি সংঘ ও অন্যান্য ক্যাটাগরি।

SOURCE : বাংলাদেশ প্রতিদিন