All news

বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের উদ্যোগে কম্বল পেল মিরপুরের ৩ শতাধিক বস্তিবাসী

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের উদ্যোগে কম্বল পেল মিরপুরের ৩ শতাধিক বস্তিবাসী

বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের উদ্যোগে মিরপুরের তিন শতাধিক বস্তিবাসীর হাতে কম্বল তুলে দিয়েছে কালের কণ্ঠ শুভসংঘ। শনিবার মিরপুর ১৪ নম্বরের বাগানবাড়ি বস্তি, ১৩ নম্বরের নামাচাঁনবাড়ি বস্তি ও কল্যাণপুরের একটি বস্তির মানুষদের হাতে কম্বল তুলে দেন মিরপুরের তিনটি শাখার শুভসংঘের বন্ধুরা। বছরের প্রথম দিনে বস্তিগুলো ঘুরে ঘুরে তাদের হাতে টোকেন তুলে দিয়েছিলেন শুভসংঘের সদস্যরা। 

শনিবার সকাল ১১টায় শুরু হয় কম্বল বিতরণ।

পর্যায়ক্রমে তিনটি জায়গায় গিয়ে বস্তিবাসীদের হাতে কম্বলগুলো তুলে দেন শুভসংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সোহেল রানা স্বপ্ন, সাংগঠনিক সম্পাদক রাফিউল চৌধুরী বাপ্পি, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মিয়াজিসহ শুভসংঘ বন্ধু শাহ্ মো. হাসিবুর রহমান হাসিব, মহিমা কবির শারমিন, ইবনে সাঈফ ফাবি, জাহিদুল ইসলাম সিফাত, শেখ সুহাইল আহমেদ, ইসরাত জাহান পুষ্পিতা, রুবায়েত হোসেন ফাবি, সাদমান সাকিব, রাসেল মিয়া, মাহফুজুর রহমান, তৌহিদুর রহসান, হুমায়রা হক ইফতু, সারা মেহজাবিন, মেহেদী হাসান রাব্বী, লামিয়া শেখ, নূরজাহান বিনতে তানজীম, ইব্রাহিম আহমেদ জিসান ও তাহমিদ আরেফিন সাজিদ।

কম্বল হাতে পেয়ে বেশ খুশি হয় সুবিধাবঞ্চিত অসচ্ছল এই মানুষগুলো। বয়সের ভারে নুয়ে পড়া করিমন নেছা (৬০) কম্বল পেয়ে বলেন, আগে মানুষের বাসাবাড়িতে কাজ করতাম, এখন কোনো কাজ পাই না। বয়স হয়ে গেছে তাই তেমন কাজ করতেও পারি না।

মেয়ের কাছে থাকি। এই কম্বলটা পেয়ে খুব ভালো হয়েছে। শীতের রাতে ঘুমাইতে খুব কষ্ট হতো। এখন একটু আরামে ঘুমাতে পারবো।

যারা কম্বল দিছে আল্লায় তাদের ভালো করুক।

রাফিউল চৌধুরী বাপ্পি বলেন, কেন্দ্রের নির্দেশনায় আমরা গতকাল সারাদিন ঘুরে ঘুরে অতিদরিদ্র অসচ্ছল মানষগুলো খুঁজে বের করেছি। তাদের হাতে টোকেন তুলে দিয়েছি। মিরপুরের বেশ কয়েকজন বন্ধু অনেক পরিশ্রম করেছে। আজ মানুষগুলোর হাতে কম্বল তুলে দিতে পেরে আমাদের পরিশ্রম সার্থক হয়েছে।

শীতার্ত মানুষেরা কম্বল পেয়ে বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান মহোদয়ের জন্য অনেক দোয়া করেছেন।

SOURCE : কালের কণ্ঠ