All news

মানসম্পন্ন সিমেন্ট সরবরাহের স্বীকৃতিপত্র পেল কিং ব্র্যান্ড

মানসম্পন্ন সিমেন্ট সরবরাহের স্বীকৃতিপত্র পেল কিং ব্র্যান্ড

সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ প্রকল্পে (আজমত আলী খান ব্রিজ) সঠিক গুণগত মানসম্পন্ন সিমেন্ট সুষ্ঠুভাবে সরবরাহের জন্য কিং ব্র্যান্ড সিমেন্টকে স্বীকৃতিপত্র দিয়েছে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান আনহুই কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ লিমিটেড। একই সঙ্গে কিং ব্র্যান্ড সিমেন্টের পক্ষ থেকে চমৎকার ব্যবসায়িক পার্টনার হিসেবে আনহুই কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং গ্রুপকে স্বীকৃতিপত্র প্রদান করেছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। স্বীকৃতিপত্র হস্তান্তর উপলক্ষে গতকাল বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে আনহুই কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং গ্রুপের জেনারেল ম্যানেজার ইউ হুয়াজিন, কূটনৈতিক কর্মকর্তা ও সেক্রেটারি টু জিএম ডু চুয়ান ওয়েন, সড়ক ও জনপথ বিভাগের প্রকল্প পরিচালক প্রকৌশলী খান মো. কামরুল আহসান এবং কিং ব্র্যান্ড সিমেন্টের সেলস ও অন্যান্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু প্রকল্পের কাজ শুরু হয় ২০১১ সালের নভেম্বরে। কাজ শেষ হয় চলতি বছরের মে মাসে। চীন সরকারের আর্থিক সহায়তায় বাংলাদেশে এর আগে নির্মিত ছয়টি সেতুর কাজে চীন থেকে সিমেন্ট আনা হলেও এই প্রথম কিং ব্র্যান্ড সিমেন্টে এককভাবে সপ্তম মৈত্রী সেতুর নির্মাণকাজ শেষ করা হয়।

SOURCE : কালের কণ্ঠ

Also Published In