All news

সেরা করদাতার সম্মাননা পেল ইস্ট ওয়েস্ট মিডিয়া

সর্বোচ্চ করদাতা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপকে সম্মাননা

২০১৬-১৭ করবর্ষে দীর্ঘমেয়াদি সেরা করদাতা হিসেবে কর অঞ্চল-৫-এ তালিকাভুক্ত এক ব্যক্তি ও ছয় প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট কর অঞ্চল থেকে সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় কর অঞ্চল-৫-এর সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে চিফ ফিন্যানশিয়াল অফিসার তোফায়েল হোসেন সম্মাননা গ্রহণ করেছেন। ‘প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া’ ক্যাটাগরিতে সর্বোচ্চ কর প্রদান করায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড এই সম্মাননা পেল।

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের সংবাদমাধ্যমের মধ্যে রয়েছে দেশের শীর্ষস্থানীয় জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, অনলাইন সংবাদপত্র বাংলানিউজটোয়েন্টিফোরডটকম, টেলিভিশন নিউজটোয়েন্টিফোর ও রেডিও ক্যাপিটাল।

গতকালের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট কর অঞ্চলের কর কমিশনার শাহিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনবিআর সদস্য মো. আব্দুর রাজ্জাক ও হাবিবুর রহমান আকন্দ। উপস্থিত ছিলেন এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা শাখার (সিআইসি) মহাপরিচালক বেলাল হোসেন।

অনুষ্ঠানে ব্যক্তিপর্যায়ে হাজি মো. সায়দুল্লাহ মিয়ার পক্ষে সম্মাননা গ্রহণ করেন ড. হাবিবুর রহমান।

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে মিডিয়া ওয়ার্ল্ডের পক্ষে মাহফুজ আনাম, আবাসন খাত ক্যাটাগরিতে বে ডেভেলপমেন্টস লিমিটেডের পক্ষে মহুয়া মাহবুব খান, আবাসন খাত ক্যাটাগরিতে স্পেস জিরো লিমিটেডের পক্ষে এস এ চৌধুরী, ব্যক্তিসংঘ ক্যাটাগরিতে আশার পক্ষে তৌফিকুল ইসলাম চৌধুরী, অন্যান্য ক্যাটাগরিতে ব্যুরো বাংলাদেশের পক্ষে সিরাজুল ইসলাম সম্মাননা গ্রহণ করেন।
অনুষ্ঠানে এনবিআর কর্মকর্তারা জানান, গত বছর ডিসেম্বর মাসকে এনবিআর আইন প্রয়োগের মাস হিসেবে ঘোষণা করেছিল। এবার ডিসেম্বর মাস হচ্ছে পরিপালনের মাস। এবার যাঁরা যেখানে রাজস্ব দিচ্ছেন তাঁদের সম্মানিত করছে এনবিআর।

রাজস্ব আহরণে বিশেষ অবদান রাখায় এ বছর ইকোনমিক রিপোর্টার্স ফোরামকে (ইআরএফ) সেরা পার্টনার হিসেবে ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে মাহফুজ আনাম বলেন, কর দেওয়া দায়িত্বশীল নাগরিকের কর্তব্য। কর দিলে যেমন দেশের উপকার হয় তেমনি নিজেকে সম্মানিত করা হয়। করসীমায় থাকা প্রত্যেক নাগরিককে নিজ দায়িত্বে কর দিতে হবে। 

অনুষ্ঠানে জনানো হয়, কর অঞ্চল-৫-এ ২০১৬-১৭ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল এক হাজার ৩০ কোটি টাকা।

ওই সময় আদায় হয় এক হাজার ৩০ কোটি ৯ লাখ টাকা। চলতি বছর এ কর অঞ্চলের লক্ষ্যমাত্রা এক হাজার ৫০০ কোটি টাকা। গত নভেম্বর পর্যন্ত আদায় হয়েছে ৪৫৫ কোটি ৫৫ লাখ টাকা। এ কর অঞ্চলের তালিকাভুক্ত ৮৬ প্রিন্ট মিডিয়ার সদস্যরা গত নভেম্বর পর্যন্ত রাজস্ব পরিশোধ করেছে ৭৭ কোটি আট লাখ টাকা।
 

SOURCE : কালের কণ্ঠ

Also Published In