All news

মিরসরাই ইজেডে জমি পেল বসুন্ধরা

মিরসরাই ইজেডে জমি পেল বসুন্ধরা

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে শিল্পপার্ক স্থাপনে ৫০০ একর জমি বরাদ্দ পেয়েছে বসুন্ধরা গ্রুপ। গতকাল সোমবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বসুন্ধরা গ্রুপের মধ্যে এ-সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। কারওয়ানবাজারে বেজার নতুন কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের এমডি সাফওয়ান সোবহান। বেজার নির্বাহী সদস্য মো. হারুনুর রশিদ ও সাফওয়ান সোবহান চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবদুল মোনেম গ্রুপের ভাইস চেয়ারম্যান মাইনুদ্দীন মোনেম ও বসুন্ধরা গ্রুপের সিইও মো. ফখরুদ্দীন। এ শিল্প পার্কে বসুন্ধরা ৫০ কোটি ডলার বিনিয়োগ করবে। সেখানে অত্যাধুনিক পাল্প, পেপার অ্যান্ড বোর্ড মিল স্থাপন করা হবে। অনুষ্ঠানে জানানো হয়, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে বিভিম্ন দেশি-বিদেশি বিনিয়োগকারীর কাছ থেকে প্রায় এক হাজার কোটি ডলার বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। এ অর্থনৈতিক অঞ্চলের উম্নয়নের কাজও চলছে পুরোদমে।