All news

বসুন্ধরা হজ্জ্ব ক্বাফেলার ব্রিফিং সেশন অনুষ্ঠিত, এবার যাচ্ছেন ১৮০ জন

বসুন্ধরা হজ্জ্ব ক্বাফেলার ব্রিফিং সেশন অনুষ্ঠিত, এবার যাচ্ছেন ১৮০ জন

প্রতিবছরের ন্যায় এবছরও বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে পবিত্র হজ্জ্ব পালনের লক্ষ্যে হজ্জ্ব ক্বাফেলা মক্কার উদ্দেশ্যে পাঠানো হচ্ছে। মোট ১৮০ জনের এই ক্বাফেলায় বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও রয়েছে সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন। পবিত্র হজ্জ্ব গমনের পূর্বে ক্বাফেলা সদস্যদের হজ্জ্বের নিয়ম-কানুন ও আহ্কাম সম্পর্কে বিস্তারিত অবহিতকরন অনুষ্ঠান ৯ব্রিফিং সেশন) শনিবার দুপুরে বসুন্ধরা কনভেনশন সেন্টার ২ এ অনুষ্ঠিত হয়। বসুন্ধরা গ্রুপের কো-চেয়ারম্যান সাদাত সোবহান এ অনুষ্ঠানের উদ্বোধন করে বলেন, " বসুন্ধরা গ্রুপ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে প্রতিবছর নিজস্ব কর্মকর্তা-কর্মচারী, গুণগ্রাহী ও পৃষ্ঠপোষকদের হজ্জ্ব পালনের ব্যবস্থা করে থাকে।" ইসলাম ধর্মের অন্যতম ফরজ ইবাদত পবিত্র হজ্জ্ব পালনের মাধ্যমে গ্রুপের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগন তাদের ইহলৌকিক ও পারলৌকিক সাফল্য অর্জনের পাশাপাশি কর্মময় জীবনকে আরও সমৃদ্ধ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, বসুন্ধরা গ্রুপ হজ্জ্ব ক্বাফেলা পাঠানোর এই কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখবে ইনশাল্লাহ"। অবহিতকরন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে এবং বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে যারা হজ্জ্ব পালনে যাচ্ছেন তাদের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। এসময় অন্যান্যেও মধ্যে বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা আজম খান, উপদেষ্টা (তথ্য ও গণমাধ্যম) মোহাম্মদ আবু তৈয়ব, পরামর্শক আজহার আলী সরকার এবং অন্যান্য উধর্্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।