All news

চুক্তি সই করল বসুন্ধরা সিমেন্ট ও সিনোহাইড্রো

পদ্মা সেতু প্রকল্পের জন্য বসুন্ধরা সিমেন্ট সিনোহাইড্রো করপোরেশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর

পদ্মা বহুমুখী সেতুর নদীশাসন প্রকল্পে বসুন্ধরা সিমেন্ট ও সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের মধ্যে সিমেন্ট সরবরাহবিষয়ক চুক্তি সই হয়েছে। আগামী চার বছরে ওই প্রকল্পে দেশের সবচেয়ে বড় কারখানায় সর্বাধুনিক (ভিআরএম) প্রযুক্তিতে তৈরি আড়াই লাখ টনের বেশি সিমেন্ট ব্যবহৃত হবে বলে আশা করছে বসুন্ধরা সিমেন্ট কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ চুক্তি সই হয়। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক কিউ ইয়ান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। সূত্র জানায়, দেশের সবচেয়ে বড় ও সর্বাধুনিক (ভিআরএম) প্রযুক্তির কারখানা পরিদর্শন করে উৎপাদন ক্ষমতা, সরবরাহব্যবস্থা ও গুণ-মানের নিশ্চয়তা যাচাই করে সিনোহাইড্রো বসুন্ধরা সিমেন্টকে পদ্মা বহুমুখী সেতুর নদীশাসন প্রকল্পে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, অনলাইন পোর্টাল বাংলানিউজের প্রধান সম্পাদক আলমগীর হোসেন, ডেইলি সানের ভারপ্রাপ্ত সম্পাদক মো. জামিলুর রহমান, বসুন্ধরা গ্রুপের গণমাধ্যম উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়ব, কালের কণ্ঠের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী এবং বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

SOURCE : কালের কণ্ঠ

Also Published In