All news

বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের উদ্যোগে কম্বল পেয়ে শীতার্তদের মুখ খুশিতে ঝলমল

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের উদ্যোগে কম্বল পেয়ে শীতার্তদের মুখ খুশিতে ঝলমল

‘অভাবের কারণে গরম কাপড় কিনতাম না পাইরা শীতে ভীষণ কষ্ট করছি। কম্বল পাওয়ায় অহন একটু আরামে ঘুমাইতে পারুম।’ জীর্ণ শরীরে কম্বল নিতে এসেছিলেন গাজীপুর শহরের লেবু বাগান এলাকার বাসিন্দা বৃদ্ধ বশির উদ্দন (৭৫)। কম্বল পেয়েই খুশিতে ঝলমল তাঁর মুখ। দেশের শীর্ষস্থানীয় শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের উদ্যোগে আজ সোমবার গাজীপুরে ছয় শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দিয়েছে কালের কণ্ঠ শুভসংঘ। সেখানে বৃদ্ধ বশির উদ্দনের মতো কম্বল পেয়ে আনন্দে মেতেছেন প্রতিবন্ধী গুলনেছা বেগম, জরিনা খাতুন, হামিদা বেওয়া, আবদুল গফুরসহ আরো অনেকেই। ‘শুভ কাজে সবার পাশে’ এই শ্লোগান সামনে রেখে গাজীপুর শহরের জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুভসংঘের গাজীপুর জেলা কমিটির সদস্যদের সহযোগিতায় এলাকার অসহায় দরিদ্র পরিবার, পরিচ্ছন্নতাকর্মী ও পত্রিকার হকারদের মাঝে এ কম্বল দেওয়া হয়। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিচালক ও কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামকে সঙ্গে নিয়ে এই কম্বল বিতরণ করেন। এ সময় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিচালক ও কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন, দেশ ও দেশের মানুষের কল্যাণে’ এই শ্লোগানে প্রতিষ্ঠিত বসুন্ধরা গ্রুপ জন্মলগ্ন থেকেই মানুষের সেবায় কাজ করে আসছে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। শুভসংঘ গাজীপুর জেলা কমিটির সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের উদ্যোগে প্রকৃত অসহায় দরিদ্রদের তালিকা তৈরি এবং তাদের মধ্যে কম্বল বিতরণ করে শীত নিবারণের ব্যবস্থা করেছেন। জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বলেন, ‘কালের কণ্ঠ শুভসংঘ আমার অনেক পছন্দের সংগঠন। আমার খুব ভালো লাগে তাদের কার্যক্রম। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে নিরন্তর চেষ্টা করছে শুভসংঘ। শুভসংঘের সদস্যদের মত অন্য যুবারা এগিয়ে এলে দেশ আরো সুন্দরভাবে গড়ে উঠবে। অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক বলেন, নানা কল্যাণমুখী কাজের জন্য বসুন্ধরা গ্রুপ দেশের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। আজ শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে বসুন্ধরা গ্রুপ দৃষ্টান্ত স্থাপন করেছে। অধ্যাপক নিরঞ্জন বিশ্বাস বলেন, কম্বল পেয়ে শীতার্ত মানুষের মুখে যে তৃপ্তির হাসি ফুটল তা সত্যিই বিরল। ভবিষ্যতেও বসুন্ধরা গ্রুপ ও কালের কণ্ঠ শুভসংঘ অসহায় মানুষের পাশে থাকবে এমনটাই আশা করি। কম্বল বিতরণের উদ্যোগকে স্বাগত জানিয়ে জিএমপির সহকারী কমিশনার থোয়াই প্রম্ন মারমা বলেন, গরিব ছিন্নমূল মানুষ শীতে কষ্ট পাচ্ছে। আমাদের প্রত্যাকেরই উচিত কালের কণ্ঠ শুভসংঘের মত শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। কম্বল বিতরণ অনুষ্ঠানে ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, ভাওয়াল বদলে আলম সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নিরঞ্জন বিশ্বাস, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অসীম বিভাকর, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি জোনের সহকারী কমিশনার থোয়াই প্রম্ন মারমা, শুভসংঘের কেন্দ্রীয় পরিচালক জাকারিয়া জামান, স্কুলের প্রধান শিক্ষিকা কদরুননেছা লতা, শুভসংঘ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অ্যাডভাকেট নাঈমা আক্তার রিতা, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সোহেল রানা স্বপ্ন, শুভসংঘ গাজীপুর কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট আনোয়ার হোসেন, আহবায়ক মুসাফির ইমরান, সাবেক সাধারন সম্পদক ভাওয়াল আশরাফুল, আফরিনা তানজিন উর্মি, আফ্রিদি, শিহাব হোসেন, দিপু, সজিব, মাসুম পারভেজ, শাওন, কবি মামুন, শাকিল, ইমরান দেওয়ান, জিয়া, ফারহানা ফারিয়া, মামুন, রিফাত, জিহাদ, রিফাত শিকদার, শফিক, আরিফ, সাগর, রিপন, আনোয়ার, হৃদয়, মুসত্মাফিজ, জাহাঙ্গীর, ওমর ফারুক, রবিন, মুরাদ, হৃদয় মল্লিক, শিহাব, বুশরা প্রমুখ উপস্থিত ছিলেন।

SOURCE : কালের কণ্ঠ