All news

বসুন্ধরা গ্রুপের ত্রাণ বিতরণ

বসুন্ধরা গ্রুপের ত্রাণ বিতরণ

মানিকগঞ্জে দৌলতপুর উপজেলার চারটি ইউনিয়নের চার হাজার বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপ। গতকাল দুপুরে বাচামারা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রত্যেক পরিবারে চাল, ডাল, চিনি, লবণসহ ৯টি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের প্রধান উপদেষ্টা মাহাবুব মোর্শেদ হাসান রনু বলেন ‘বসুন্ধরা গ্রুপ সব সময় অসহায় মানুষের পাশে থাকে। দেশের বিভিন্ন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণসামগ্রী দেওয়া হচ্ছে। এটা আমাদের চলমান প্রক্রিয়া।’ এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের এমপি ও বিসিবি পরিচালক এএম নাঈমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, জেলা পরিষদ সদস্য আমিনুর ইসলাম মুট্ট, ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ। এদিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বন্যাদুর্গত এক হাজার মানুষের মধ্যে গতকাল ত্রাণ বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপ। ত্রাণসামগ্রী হাতে পেয়ে বানভাসিদের মুখে হাটি ফুটেছে। এ জন্য জেলা প্রশাসন বসন্ধুরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানায়। জেলা শহরের বাহিরগোলায় বসুন্ধরা গ্রুপের উদ্যোগে ত্রাণসামগ্রী বানভাসী মানুষের হাতে তুলে দেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল হাসান। এ সময় কিংব্র্যান্ড সিমেন্টের সিরাজগঞ্জ টেরিটোরি সেলস এক্সিকিউটিভ অঞ্জন কুমার, মন্টু মিয়া, মিজানুর রহমান, বসুন্ধরা সিমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেলস এক্সিকিউটিভ আব্দুল মমিন, উপ-সহকারী প্রকৌশলী সোহানুর রহমান, পরিবেশক মানিক আহম্মেদ ও শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

SOURCE : বাংলাদেশ প্রতিদিন