All news

বসুন্ধরা এলপি গ্যাসের ‘অর্ডার পয়েন্ট’ চালু

বসুন্ধরা এলপি গ্যাসের ‘অর্ডার পয়েন্ট’ চালু

এবার গ্রাহকের ঘরে ঘরে এলপি গ্যাস সিলিন্ডার পৌঁছে দিতে ‘অর্ডার পয়েন্ট’ নামের বিশেষ সেবা চালু করেছে দেশের শীর্ষ শিল্প-উদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড। ফলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা ও এর আশপাশের ভোক্তাদের দোরগোড়ায় খুব সহজেই এলপি গ্যাস পৌঁছে দেবে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড।

গতকাল সকালে বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই ‘অর্ডার পয়েন্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান। এ সময় দোয়া মোনাজাতে অংশ নেন বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে সাফিয়াত সোবহান বলেন, সারা  দেশের ভোক্তাদের গ্যাস সরবরাহ নিশ্চিত করতে বসুন্ধরা এলপি গ্যাস ভোক্তার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এতে ভোক্তারা খুব সহজেই তাদের প্রয়োজনীয় গ্যাস সংগ্রহ করতে পারবেন। আর এ সুবিধা নিশ্চিত করতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ‘অর্ডার পয়েন্ট’ খোলা হয়েছে। এর ফলে বসুন্ধরা আবাসিক এলাকাসহ এর আশপাশের বাসিন্দাদের এখন থেকে হোমডেলিভারির মাধ্যমে গ্যাস সরবরাহ করা হবে। পর্যায়ক্রমে তা সারা  দেশের ভোক্তাদের জন্য নিশ্চিত করবে। সাফিয়াত সোবহান আরও বলেন, ভোক্তার চাহিদা পূরণে বসুন্ধরা গ্রুপ সচেতন। আমার বিশ্বাস এর ফলে এই এলাকার বাসিন্দাদের আমাদের পণ্য পাওয়া আরও সহজ হলো। এ ছাড়া আগামী দিনে আমাদের এলপি গ্যাসের ভোক্তাদের আস্থা ধরে রাখাই হবে প্রধান লক্ষ্য। প্রসঙ্গত, অর্ডার পয়েন্টে যোগাযোগ করতে ০১৯৯১-১৯৭৮০৪ নম্বরে অথবা প্লট ৭১৪/এ, ব্লক-জি, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা। এ ছাড়াও হটলাইনে অর্ডার করতে পারবেন ১৬৩৩৯ নম্বরে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (অর্থ) ও বাংলাদেশ প্রতিদিন-এর প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, বসুন্ধরা গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. এ. কে. এম. মাহাবুব-উজ্জামান ও মোস্তাফিজুর রহমান, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (গণমাধ্যম) আবু তৈয়ব, বসুন্ধরা এলপি গ্যাস মার্কেটিং বিভাগের প্রধান এম এম জসীম উদ্দিন, এ অ্যান্ড এফ বিভাগের প্রধান মাহবুবুল আলম, সাপ্লাই চেইন বিভাগের প্রধান আবদুস শুকুর, সেলস বিভাগের প্রধান মীর টি আই ফারুক রিজভী, অপারেশন অ্যান্ড প্লানিংয়ের উপ-মহাব্যবস্থাপক জাকারিয়া জালাল প্রমুখ।

SOURCE : বাংলাদেশ প্রতিদিন

Also Published In