All news

প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজের প্রশংসা করলেন বসুন্ধরা গ্রুপের এমডি

প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজের প্রশংসা করলেন সায়েম সোবহান আনভীর

নভেল করোনাভাইরাসের কারণে দেশের সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করায় তার ভূয়সী প্রশংসা করেছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।

শেখ হাসিনা ঘোষিত প্যাকেজকে করোনাভাইরাস মোকাবেলায় বিশ্বের যে কোনো রাষ্ট্রপ্রধানের গৃহীত ব্যবস্থার চেয়ে উন্নত হিসেবে অভিহিত করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি আশা প্রকাশ করেন, ‘প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বগুণে বাংলাদেশ আবারও আর্থ-সামাজিক উন্নয়নের ধারায় ফিরতে সক্ষম হবে।’

সায়েম সোবহান আনভীর আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মানবতার মা, সে কথাই তিনি আবারও প্রমাণ করলেন। এই প্যাকেজের আওতায় এসেছে সমাজের সব স্তরের মানুষ। এই প্যাকেজে আওয়ামী লীগ সরকারের এসডিজি (জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) স্লোগান কাউকে পিছে ফেলে নয়, সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রতিশ্র“তি প্রতিফলিত হয়েছে।’

বসুন্ধরা গ্রুপের এমডি বলেন, ‘পাশাপাশি এই কঠিন সময়ে ব্যবসা খাতে যে বাস্তবভিত্তিক ও আকর্ষণীয় প্রণোদনা ঘোষণা করা হয়েছে, তা ভূয়সী প্রশংসা পাওয়ার দাবিদার।’ তিনি বলেন, ‘বিশ্বের যেসব নেতা এই স্থবির পরিস্থিতির মধ্যেও নিজেদের নাগরিকদের পাশে দাঁড়াতে গড়িমসি করছেন, তাদের উচিত শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করা।’

SOURCE : যুগান্তর