All news

পরিবেশবান্ধব শিল্পের আন্তর্জাতিক স্বীকৃতি পেল বসুন্ধরা পেপার মিল

পরিবেশবান্ধব শিল্পের আন্তর্জাতিক স্বীকৃতি পেল বসুন্ধরা পেপার মিল

দেশে প্রথমবারের মতো পরিবেশবান্ধব শিল্পের আন্তর্জাতিক স্বীকৃতি (এফএসসি-সিওসি) সার্টিফিকেট পেল দেশের শীর্ষ শিল্পোদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। গতকাল বসুন্ধরা গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহানের হাতে এ স্বীকৃতির সার্টিফিকেট তুলে দেন ফরেস্ট স্টেওয়ার্ডশিপ কাউন্সিল (এফএসসি) সার্টিফিকেট প্রদানকারী ইতালীয় প্রতিষ্ঠান রিনার সার্টিফিকেশন ম্যানেজার আসলাম খান। রিনা বিশ্বব্যাপী কাগজ ও টিস্যু প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে এফএসসি সার্টিফিকেট প্রদান করে। এ উপলক্ষে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টারে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন বসুন্ধরা গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান। উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান, রিনা বাংলাদেশ লিমিটেডের সার্টিফিকেশন ম্যানেজার আসলাম খানসহ গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তারা।পরে পরিবেশবান্ধব শিল্পের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার বিষয়টি তুলে ধরে বসুন্ধরা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, বিশ্বজুড়ে এখন মানুষ পরিবেশ বিষয়ে সচেতন। বিশ্বব্যাপী কাগজ তৈরির প্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধবের স্বীকৃতি হিসেবে এফএসসি সার্টিফিকেট নিতে হচ্ছে। বাংলাদেশে বসুন্ধরা পেপার মিলস লিমিটেডই একমাত্র প্রতিষ্ঠান যারা এ সার্টিফিকেট পেল। এ স্বীকৃতি পাওয়ার জন্য প্রায় দেড় বছর অপেক্ষা করতে হয়েছে। যেসব কাগজ তৈরির প্রতিষ্ঠান বন ধ্বংস না করে নিজেদের রোপণ করা গাছ থেকে কাগজ তৈরি করে, কারখানা পরিবেশবান্ধব যত বেশি, কাগজের রি-সাইকেলিং করা হয়, যারা শিশুশ্রম করায় না— এ ধরনের কয়েকটি মানদণ্ডের ওপর ভিত্তি করে এফএসসি সার্টিফিকেট দেওয়া হয়। উন্নত বিশ্বে এখন মানুষ কাগজ কিনতে গেলেও খেয়াল করে, ট্যাগটি এফএসসি সার্টিফায়েড কিনা। এ বিষয়ে মানুষ এখন অনেক সচেতন।

SOURCE : বাংলাদেশ প্রতিদিন

Also Published In