All news

জঙ্গি সন্ত্রাস মোকাবিলায় বাংলাদেশিদের একযোগে কাজ করতে হবে

মার্কিন কংগ্রেসম্যান বাংলাদেশিদের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন

মার্কিন কংগ্রেসম্যান পিটার কিং বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের মোকাবিলায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। এ ইস্যুতে যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থান অবিচল থাকবে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলার জন্য বাংলাদেশিদেরও একযোগে কাজ  করতে হবে। শুক্রবার নিউইয়র্কের লং আইল্যান্ডে তার কার্যালয়ে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান এবং বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন পিটার কিং।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দ্বিপক্ষীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়। এ সময় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের বিভিন্ন সংবাদমাধ্যমের জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কথা পিটার কিংয়ের কাছে তুলে ধরেন। ইউএস হাউস অব রিপ্রেজেনটেটিভে টানা ১২তম মেয়াদে প্রতিনিধিত্বকারী পিটার কিং হোমল্যান্ড সিকিউরিটি কমিটি এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইনটেলিজেন্স সাব কমিটির চেয়ারম্যান। তিনি এর আগে দুই দফায় মার্কিন কংগ্রেসের ফিন্যানশিয়াল সার্ভিস কমিটি ও পার্মান্যান্ট সিলেক্ট কমিটি অন ইনটেলিজেন্সের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদবিরোধী মার্কিন অভিযাত্রার কংগ্রেস অংশের নেতৃত্ব দিচ্ছেন পিটার কিং। তিনি ২০১৬ সালে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের একজন প্রভাবশালী সম্ভাব্য প্রার্থী।

SOURCE : বাংলাদেশ প্রতিদিন