All news

আরো পাঁচটি কনভেনশন সেন্টার করছে বসুন্ধরা গ্রুপ

আরো পাঁচটি কনভেনশন সেন্টার করছে বসুন্ধরা গ্রুপ

বসুন্ধরা আবাসিক এলাকায় আরো পাঁচটি কনভেনশন সেন্টার করতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা আবাসিক এলাকার ভেতরে এশিয়ান হাইওয়ের পাশে এসব কনভেনশন সেন্টার নির্মাণ করা হবে। গতকাল কনভেনশন সেন্টারগুলোর নির্মাণকাজ উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের কো-চেয়ারম্যান সাদাত সোবহান। এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে পাইলিংয়ের রিগ বসানোর মাধ্যমে এ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের প্রধান উপদেষ্টা মাহবুব মোর্শেদ, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সাত্তার ও আজম খান, বসুন্ধরা গ্রুপের মিডিয়া উপদেষ্টা আবু তৈয়ব, বসুন্ধরা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মুস্তাফিজুর রহমান, ডিএমডি আবুল কালাম শামীম, ডিএমডি তৌহিদুর রহমানসহ বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীরা। উদ্বোধনের আগে কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়। সংশ্লিষ্টরা জানান, ৮০ বিঘা জমির ওপর এই পাঁচটি কনভেনশন সেন্টার নির্মাণ করা হবে। এতে একসঙ্গে চার হাজারের বেশি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর এসব কনভেনশন সেন্টারে উন্নত বিশ্বের কনভেনশন সেন্টারের সব সুযোগ-সুবিধা থাকবে। বসুন্ধরা গ্রুপের কর্মকর্তারা জানান, এ কনভেনশন সেন্টারগুলো নির্মাণে অত্যাধুনিক মেটালিক সিট ব্যবহার করা হবে। এখন পর্যন্ত বাংলাদেশে কেউ এটা ব্যবহার করেনি। আগামী ৯ মাসের মধ্যেই এর নির্মাণকাজ হবে বলে আশা করা হচ্ছে। কনভেনশন সেন্টারগুলো ডিজাইন করছেন প্রখ্যাত স্থপতি মো. ফায়জুল্লাহ, যিনি বসুন্ধরা সিটি ও গ্রামীণফোনের হেড অফিসের মতো বিশাল বিশাল ভবনের ডিজাইন করেছেন। জানা গেছে, সারা বছর মেলা করার উপযোগী করে কনভেনশন সেন্টারগুলো নির্মিত হবে। কনভেনশন সেন্টারগুলোর বাইরে একটি সুপার শপও নির্মাণ করা হবে, যেখানে নিত্যপ্রয়োজনীয় সব দ্রব্যই পাওয়া যাবে। পাশাপাশি বিভিন্ন ধরনের ভ্রাম্যমাণ দোকান রাখারও ব্যবস্থা করা হবে। এগুলো নির্মাণ শেষ হলে পুরো এলাকার চেহারা পাল্টে যাবে। বসুন্ধরা আবাসিক এলাকার সৌন্দর্য বেড়ে যাবে বহুগুণ। উল্লেখ্য, বসুন্ধরা আবাসিক এলাকায় ইতিমধ্যেই দুটি কনভেনশন সেন্টার রয়েছে। এই পাঁচটি নির্মিত হলে এ এলাকায় কনভেনশন সেন্টারের সংখ্যা দাঁড়াবে সাতে।

Also Published In