কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত আরও ১ হাজার পরিবারের মধ্যে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ দ্বিতীয় দফায় নগদ অর্থ সহায়তা করেছে। গতকাল দুপুরে শাহপরীর দ্বীপ বাজারপাড়ার সরকারবাড়ি পুলিশ ফাঁড়ির মাঠে দ্বীপের ১ হাজার পরিবারকে ৪ হাজার টাকা করে ৪০ লাখ টাকা নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। এ সময় ইয়াহিয়া গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াহিয়া, মো. আয়ুবুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্র জানায়, ঘূর্ণিঝড় মোখার আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ। এখানে তিনটি ওয়ার্ডে বসবাস করছেন ৩৫ হাজারের বেশি মানুষ।
এর মধ্যে ৮ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের বেশির ভাগ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
ঝড়-পরবর্তী সময়ে দুর্দশায় দিনাতিপাত করা দ্বীপবাসীর পাশে দাঁড়িয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
শাহপরীর দ্বীপ ৮ নম্বর ওয়ার্ড কোনারপাড়ার বাসিন্দা তৈয়বা খাতুন বলেন, ‘ঘূর্ণিঝড়ে বাড়িঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছি। ছেলেমেয়েদের নিয়ে অনেক কষ্ট পাচ্ছি। এমন দুঃসময়ে আমার পরিবারের পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ। আমার দুঃখ-দুর্দশার কথা শুনে তারা আমাকে নগদ অর্থ সহায়তা দিলেন। এতে অনেক উপকার হয়েছে। আল্লাহ বসুন্ধরা গ্রুপকে গরিব-দুঃখীদের আরও বেশি সহায়তা করার তৌফিক দিন।’ ৯ নম্বর ওয়ার্ড বাজারপাড়ার বাসিন্দা মোহাম্মদ হোসেন বলেন, ‘এর আগেও বসুন্ধরা গ্রুপ আমাদের পাশে দাঁড়িয়েছিল। যে কোনো সংকটে তারা আমাদের পাশে দাঁড়ান। তাদের দেওয়া সাহায্য-সহযোগিতা অনেক উপকারে আসে। দুঃসময়ে এভাবে পাশে দাঁড়ানো বসুন্ধরা গ্রুপের ঋণ কোনো দিন শোধ করতে পারব না। আল্লাহ তাদের বরকত দান করুন।’ এর আগে ২৭ মে শাহপরীর দ্বীপে মোখায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে ৮ হাজার টাকা করে ২০ লাখ টাকা নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
SOURCE : বাংলাদেশ প্রতিদিনA New Dawn for Mirpur Slum Children
সুবিধাবঞ্চিত শিশুদের আলোর পথ দেখাচ্ছে বসুন্ধরা গ্রুপ
Bashundhara Eye Hospital Treats 250 Schoolchildren, Makes them Eye-Conscious
বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় ‘এক হাজার শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিচ্ছে শুভসংঘ’
Now I can be Self-Sufficient, says Masura
‘এহন নিজের পায়ে দাঁড়াবের পারবো’
Bashundhara Group Helps Insolvent Women Attain Self-Reliance
বসুন্ধরা গ্রুপের কল্যাণে স্বাবলম্বী হচ্ছেন নারীরা
শুভসংঘের খাদ্যসামগ্রী পেল অসহায় পরিবার
মানিকগঞ্জে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছে আফরোজা বেগম জেনারেল হাসপাতাল