All news

কুষ্টিয়ায় বসুন্ধরা শুভসংঘের কম্বল পেল ৫০ হতদরিদ্র

কুষ্টিয়ায় বসুন্ধরা শুভসংঘের কম্বল পেল ৫০ হতদরিদ্র

দেশের সর্ব️বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের উদ্যোগে কুষ্টিয়ায় শীতার্ত️ অসহায়-হতদরিদ্র অর্ধ️শত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। মঙ্গলবার (২১ জানুয়ারি) জেলা শহরে বসুন্ধরা শুভসংঘের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কম্বল বিতরণ করা হয়। 

এ সময় কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্ম️কর্তা (ইউএনও) পার্থ প্রতিম শীল, সহকারী কমিশনার (ভূমি) কুষ্টিয়া সদর রিফাতুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিক, ইত্তেফাকের কুষ্টিয়া প্রতিনিধি ও জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, শুভসংঘের সাধারণ সম্পাদক কাকলি খাতুন, যুগ্ম সম্পাদক শাকিল প্রামাণিকসহ শুভসংঘের সদস্যরা উপস্থিত ছিলেন। 

হাড় কাঁপানো শীতে বসুন্ধরা শুভসংঘের নতুন কম্বল পেয়ে মহাখুশি সমাজের দরিদ্র এই মানুষেরা। কম্বল গায়ে জড়িয়ে তারা প্রাণ ভরে দোয়া করেছেন বসুন্ধরা গ্রুপের মালিকসহ কর্ম️কর্তাদের জন্য। 

অনুষ্ঠানে উপস্থিত উপজেলা নির্বাহী কর্ম️কর্তা পার্থ️ প্রতিম শীল বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বসুন্ধরা গ্রুপ অসহায় মানুষের জন্যে সহায়তার হাত বাড়িয়ে এই শীতে হত দরিদ্র  মানুষের মাঝে যে কম্বল বিতরণ করছেন, তা আগামীতেও যেন অব্যাহত রাখেন। 

অন্য অতিথিরা বসুন্ধরা গ্রুপের মালিক আহমেদ আকবর সোবহানসহ তার পরিবারের সদস্য ও বসুন্ধরা গ্রুপের কর্ম️কর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। 

SOURCE : News 24