প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে করোনাভাইরাস মোকাবিলায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে দিনমজুর হতদরিদ্র ৫০ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে বসুন্ধরা গ্রুপ ও রংধনু গ্রুপ। গতকাল বুধবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় ১০ হাজার পরিবারকে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় বসুন্ধরা গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন, রংধনু গ্রুপের গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক। এছাড়া উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. শাহজাহান ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ বেগম, রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবুল বাশার টুকু, ইউপি সদস্য মোশারফ হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল আউয়াল প্রমুখ।
Work on ICCB isolation centre progressing fast
মিরসরাইয়ে খাদ্যসামগ্রী বিতরণ করলো বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা গ্রুপ কাপ গলফ টুর্নামেন্টে গলফারদের উৎসব
Mock firefighting at Bashundhara City
Dazzling finish of Bashundhara Cup Golf Tournament 2013
Bashundhara Group brought change in housing sector
Ahmed Akbar Sobhan cuts a mega birthday cake
GM Quader lauds role of Bashundhara Group in expanding markets globally
Bashundhara Group Chairman condoles
Bashundhara Paper Mills to expand business