All news

কুষ্টিয়ায় ৭০০০ কম্বল পেল দরিদ্র শীতার্তরা

কুষ্টিয়ায় ৭০০০ কম্বল পেল দরিদ্র শীতার্তরা

সারা দেশের মতো কুষ্টিয়ায়ও হঠাৎ করেই ঝেঁকে বসেছে তীব্র শীত। ঠাণ্ডা বাতাসে জবুথবু অতিদরিদ্র মানুষ। খেটে খাওয়া এই মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। বাড়ি বাড়ি গিয়ে দরিদ্র পরিবারের শীতার্ত খেটে খাওয়া মানুষদের খুঁজে বের করে তাদের হাতে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে দেওয়া কম্বল তুলে দিয়েছেন বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা।

তাঁদের সহযোগিতা করার জন্য ঢাকা থেকে ছুটে এসেছিলেন বসুন্ধরা শুভসংঘ পরিচালক জাকারিয়া জামানের নেতৃত্বে ১০ জনের একটি দল। ঢাকায় বসে পুরো কাজের নির্দেশনা ও নেতৃত্ব দিয়েছেন বসুন্ধরা শুভসংঘের প্রতিষ্ঠাতা, কালের কণ্ঠ’র প্রধান সম্পাদক ও প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। গত ১২ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত কুষ্টিয়ায় এই সাত হাজার কম্বল বিতরণ করা হয়।

জেলার ছয়টি উপজেলার ১৬টি স্থানসহ শহরের বিভিন্ন পয়েন্টে দরিদ্র রিকশা ও ভ্যানচালকসহ ছিন্নমূল মানুষ, বিধবা নারী এবং দরিদ্র মুক্তিযোদ্ধাদের মধ্যে এসব কম্বল তুলে দেওয়া হয়।

সপ্তাহব্যাপী এই কম্বল বিতরণের সময় এলাকার সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধিসহ শুভসংঘের সদস্যরা উপস্থিত ছিলেন। হাড় কাঁপানো প্রচণ্ড শীতে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে নতুন কম্বল উপহার পেয়ে মহাখুশি দরিদ্র মানুষ। তাঁরা প্রাণভরে দোয়া করেছেন বসুন্ধরা গ্রুপের মালিকসহ কর্মকর্তাদের জন্য। বিভিন্ন স্থানে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বসুন্ধরা গ্রুপ অসহায় মানুষের দিকে যেভাবে সহায়তার হাত বাড়িয়েছে, তা অনেক প্রশংসনীয়।

আমাদের ছোট দেশ, কিন্তু মানুষ অনেক বেশি। এর মধ্যে দরিদ্র মানুষের সংখ্যা অনেক। তারা বেশির ভাগ সময়ই কোনো সুযোগ-সুবিধা পায় না। দেশের বিভিন্ন সংকটে এবং শীতে বসুন্ধরা গ্রুপ যেভাবে দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়, একইভাবে অন্য বিত্তবানদেরও সেভাবে দাঁড়ানো উচিত। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং তাঁর পরিবারের সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ও দোয়া।

 

https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/january/20-01-2024/2/kalerkantho-ss-1a.jpg

 

বসুন্ধরা শুভসংঘের আয়োজনে সাত দিনব্যাপী কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন, জেলা পরিষদের চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, জেলা প্রশাসক এহেতেশাম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার, খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতিম শীল, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান ও আব্দুল হান্নান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা প্রমুখ।

কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলেন, ‘তীব্র শীতে বসুন্ধরা গ্রুপ দরিদ্র অসহায় মানুষের দিকে সহায়তার হাত বাড়িয়েছে। শুভসংঘের মাধ্যমে দীর্ঘদিন ধরে তারা এ ধরনের ভালো কাজ করছে। অসহায় মানুষকে সহযোগিতা করছে। এই মহতী উদ্যোগের কারণে দরিদ্ররা উপকৃত হচ্ছে। এমন উদ্যোগের জন্য বসুন্ধরা গ্রুপ কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’ সংসদ সদস্য কামারুল আরেফিন বলেন, ‘বসুন্ধরা গ্রুপ আমার এলাকার অসহায় মানুষকে সহযোগিতা করছে। তাদের এই উদ্যোগের কারণে দরিদ্র মানুষ উপকৃত হচ্ছে। বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ।’

শীতার্ত মানুষের মুখে হাসি

https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/january/20-01-2024/2/kalerkantho-ss-1a.jpg

https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/january/20-01-2024/2/kalerkantho-ss-1a.jpg

https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/january/20-01-2024/2/kalerkantho-ss-1a.jpg

https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/january/20-01-2024/2/kalerkantho-ss-1a.jpg

https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/january/20-01-2024/2/kalerkantho-ss-1a.jpg

https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/january/20-01-2024/2/kalerkantho-ss-1a.jpg

SOURCE : কালের কণ্ঠ