All news

গাজীপুরে বসুন্ধরা শুভসংঘের কম্বল বিতরণ

গাজীপুরে বসুন্ধরা শুভসংঘের কম্বল বিতরণ

‘শীতে খুব কষ্ট অইতাছিন। আজকে কম্বল পাইলাম। এবার শীতের কষ্ট দূর অইব। একটু আরামে গুমাইতাম পারমু’। বসুন্ধরা গ্রুপের দেওয়া উপহারের কম্বল পেয়ে কথাগুলো বলছিলেন গাজীপুর শহরের শান্তি পল্লী বস্তির বৃদ্ধা ছলেমন বিবি।
আজ বুধবার সকাল ১০টায় গাজীপুর শহরের জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘ, গাজীপুর জেলা শাখার উদ্যোগে বৃদ্ধ, প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণের আগে বসুন্ধরা শুভসংঘ, গাজীপুর জেলা শাখার সদস্যরা অসহায় শীতার্ত মানুষ বাছাই করে তাঁদের বাড়ি বাড়ি গিয়ে স্লিপ পৌঁছে দেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে স্লিপ হাতে নিয়ে নারী-পুরুষেরা কম্বল বিতরণের স্থান জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে উপস্থিত হন।

সকাল ১০টার পর সবাইকে চেয়ারে সারি করে বসিয়ে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা তাঁদের হাতে কম্বল তুলে দেন। কম্বল পেয়ে সবার চোখে মুখে হাসির ঝিলিক ফুটে ওঠে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখার সভাপতি মুসাফির ইমরানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অসীম বিভাকর, বিশেষ অতিথি ছিলেন একই কলেজের সহযোগী অধ্যাপক শহীদুল ইসলাম শহীদ, ইউনিসেফ-বাংলাদেশের ন্যাশনাল ইপিআই আরবান স্পেশালিষ্ট ডা. তাপস কুমার হালদার, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন ও সংস্কৃতিজন মুসলিমা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বসুন্ধরা শুভসংঘ শাখার সদস্য আলভী হাসান, এস এম রাহাত, সজীব চৌধুরী, আর এস রবিন, আনোয়ার, এস আর সিফাত, মায়মুনা মীম, জোহা ও আবু বক্কর প্রমুখ।

SOURCE : কালের কণ্ঠ