All news

অষ্টম বছরে বাংলাদেশ প্রতিদিন, কেক কেটে উদযাপন

অষ্টম বছরে বাংলাদেশ প্রতিদিন, কেক কেটে উদযাপন

অষ্টম বর্ষে পদার্পণ করেছে সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন। এ উপলক্ষে বাংলাদেশ প্রতিদিন অফিসে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর কেক কাটেন।

এসময় বাংলানউজটোয়েন্টিফোর.কম এর এডিটর ইন চিফ আলমগীর হোসেন, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
কেক কাটার আগে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদকের উদ্দেশ্যে হাস্যরসদীপ্ত প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আগামী বছর বাংলাদেশ প্রতিদিনের ধারায় পুরো বাংলাদেশকে কি দেবেন ঘোষণা দিন।

জবাবে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক সবার উদ্দেশ্যে বলেন, ‘এমডি না থাকলে আমি সব দিই। এমডি উপস্থিত থাকলে আমি কিছু দিতে পারি না। ’
বাংলাদেশ প্রতিদিনের অষ্টম বছরে পদার্পণ উপলক্ষে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আপনারা গত বছর ভাল করেছেন। আশাকরি, আগামী বছর আরও ভালো করবেন। ’

SOURCE : Banglanews24