আর্থিক সংকট মেটাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাশে সব সময়ই থাকবে বসুন্ধরা গ্রুপ- এমন ঘোষণা দিয়েছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান ও দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। সদ্য সমাপ্ত সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী বাংলাদেশ দলের ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে বৃহস্পতিবার এ ঘোষণা দেন তিনি। গত ২২ ডিসেম্বর সাফের ফাইনালে শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় মারিয়া মান্ডা বাহিনী। সাফ সেরা লাল-সবুজের মেয়েদের এই সাফল্যে গর্বিত গোটা জাতি। দেশের নারী ফুটবলে ভবিষ্যতে মারিয়া মান্ডা-আঁখি খাতুনরা যাতে আরো বেশি সাফল্য তুলে আনতে পারেন সে জন্য তাদের উৎসাহ যোগাতেই সবার আগে সংবর্ধনা দিয়েছে বসুন্ধরা গ্রুপ। বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) পুষ্পগুচ্ছ হলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাম্প্রতিক সময়ে ফেডারেশন কাপকে ঘিরে বসুন্ধরা কিংসের সঙ্গে বাফুফের স্নায়ুযুদ্ধ চললেও এর বাইরে থেকেই সংবর্ধনা পেয়েছেন নারী ফুটবলাররা। সব বিতর্ককে দূরে ঠেলে সাফজয়ী পুরো বাংলাদেশ দলকে সম্মান জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করে বসুন্ধরা গ্রুপ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই সাফজয়ী বাংলাদেশ অনুর্ধ-১৯ নারী দলের খেলোয়াড়, কর্মকর্তা ও বাফুফেকে অভিনন্দন জানান সায়েম সোবহান আনভীর। তিনি বলেন,‘আমি বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি, বাফুফের পাশে দাঁড়াবো সব সময়। আমাদের দেশের জন্ম দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু আমাদের দেশের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা, একজন নারী, জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উৎসাহ না পেলে আমরা খেলাধুলায় আসতাম না। প্রধানমন্ত্রী একদিন ডেকে বললেন, তোমরা খেলাধুলায় আসো।’ সায়েম সোবহান আনভীর যোগ করেন,‘প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়েই আমরা ক্রীড়াঙ্গনে পা রেখেছি। তিনি ক্ষমতায় আসার পরে আমরা একটার পর একটা টিমে এসেছি। আমি শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান। আমার ছোট ভাই সাফওয়ান সোবহান শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রেসিডেন্ট। আমাদের বসুন্ধরা কিংস আছে। খেলাধুলায় বিভিন্ন কার্যক্রম রয়েছে আমাদের। কারণ তরুণদের বিনোদনের একমাত্র উপায় হচ্ছে খেলাধুলা। আপনারা দোয়া করবেন বসুন্ধরা গ্রুপ যেন সব সময় ক্রীড়াঙ্গনে জড়িয়ে থাকতে পারে। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো, তিনি আমাদের আরো বেশি উৎসাহ দিলে আমরা বাংলাদেশের খেলাধুলাকে আন্তর্জাতিক পরিমন্ডলে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ।’ তিনি আরো বলেন, ‘আমার শুনে খুব দুঃখ লাগলো, আপনাদের (বাফুফে) ৩০ হাজার টাকার জন্য মানুষের কাছে হাত পাততে হয়। এখন লাখ টাকা দিয়েও টিম পরিচালনা করা যায় না। টিম চালানোর জন্য এখন কোটি কোটি টাকা দরকার। টাকার অভাবে ফুটবল টিম চালাতে পারে না বাফুফে, এটা খুবই কষ্টের। তাই বলছি বসুন্ধরা গ্রুপ বাফুফের পাশে থাকতে চায়।’
সংবর্ধনা অনুষ্ঠানে সাফজয়ী নারী দলের খেলোয়াড়, কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন বসুন্ধরা কিংসের সভাপতি ও বাফুফের সহ-সভাপতি ইমরুল হাসান, বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম এবং কালের কন্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন।
SOURCE : দৈনিক ইনকিলাবHospital for Covid-19 Patients at Bashundhara’s ICCB to Open Soon
মীরসরাই এবং কেরানীগঞ্জে খাদ্যসামগ্রী বিতরণ করলো বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা গ্রুপ কাপ গলফ টুর্নামেন্ট ২০১৩ গলফারদের উৎসব
Dazzling Finish of Bashundhara Cup Golf Tournament 2013
Bashundhara Group Exporting Tissue to 16 Countries
Bashundhara Group Chairman Stands by Ailing Girl
Bashundhara Group Chairman Ahmed Akbar Sobhan Stands by Sick Tasmia
India Willing Partner in Bangladesh Development
Bashundhara Group Chairman Stands by Ailing Boy Siraj
Ceremony of Bashundhara Cup Golf