All news

মানিকগঞ্জে বন্যার্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের সহায়তা

মানিকগঞ্জে বন্যার্তদের মাঝে খাদ্যসহায়তা দিয়েছে দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। গত তিন দিনে মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় ২ হাজার বস্তা খাদ্যসহায়তা দিয়েছে বসুন্ধরা গ্রুপ। খাদ্যসহায়তার মধ্যে প্রতিটি ব্যাগে রয়েছে চাল, ডাল, চিনি, তেলসহ বিভিন্ন পণ্য। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বসুন্ধরা গ্রুপের প্রধান উপদেষ্টা মাহবুব মোর্শেদ হাসান রুনু এবং সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব দি ইনটেলেকচুয়াল ডিজাবল (সুইড) মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি দিলারা মোস্তফা। মাহবুব মোর্শেদ হাসান রুনু জানান, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বসুন্ধরা গ্রুপের খাদ্যসহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে। করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে। বন্যা এবং করোনা দুটি দুর্যোগকে সমন্বয় করে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি বলেন, বসুন্ধরা গ্রুপের লক্ষ্যই হচ্ছে দেশ ও মানুষের কল্যাণে কাজ করা। যে কারণে সব ধরনের দুর্যোগে সাধারণ মানুষের পাশে থেকেছে। এটা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের চিন্তা ও পরিকল্পনার ফসল।

Also Published In