সুপার ব্র্যান্ড স্বীকৃতি পেল বসুন্ধরা এলপি গ্যাস

এ বছর বিপণন ব্যবস্থাপনায় সুপার ব্র্যান্ড নির্বাচিত হয়েছে বসুন্ধরা গ্রুপের দুটি স্বনামধন্য প্রতিষ্ঠান বসুন্ধরা এলপি গ্যাস ও বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। গত আগস্ট সন্ধ্যায় হোটেল রেডিসনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা প্রদান করা হয়। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সুপার ব্র্যান্ড পদক গ্রহণ করেন গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান। অনুষ্ঠানে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মীর টি আই ফারুক, হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও নারী উদ্যোক্তা গীতিআরা সাফিয়া চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মীজানুর রহমান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো: আমিনুল ইসলাম, রহিম আফরোজ গ্রুপ পরিচালক নিয়াজ রহিমসহ আরও অনেকে।