সাতক্ষীরায় কিং ব্র্যান্ড সিমেন্টের রাজসভা

সাতক্ষীরার তালা উপজেলায় রাজমিস্ত্রিদের নিয়ে রাজসভা করেছে বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্ট। গত শনিবার রাতে উপজেলার পাটকেলঘাটা থানার আব্দুল আজিজ কমপ্লেক্সে মিস্ত্রিদের কারিগরি কর্মদক্ষতা ও কিং ব্র্যান্ড সিমেন্টের গুণাগুণ সম্পর্কে রাজসভা নামের এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে কিং ব্র্যান্ড সিমেন্টের গুণ, কার্যক্ষমতা, ব্যবহার প্রণালিসহ সিমেন্টের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের ওয়েস্ট জোনের ডিজিএম আব্দুল লতিফ।
তালা জাতপুর বাজারের কিং ব্র্যান্ড সিমেন্টের পরিবেশক মজুমদার কন্সট্রাকশনের ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কিং ব্র্যান্ড সিমেন্টের সাউথ উইং জোনের এজিএম খন্দকার তাজরুল হাসান, খুলনা ডিভিশনের ডিএসএম মো. নজরুল ইসলাম, কিং ব্র্যান্ড সিমেন্ট বসুন্ধরা গ্রুপের টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার মো. কাওসার হোসেন ও এস এম আরমান, কিং ব্র্যান্ড সিমেন্টের খুলনার এরিয়া সেলস ম্যানেজার আব্দুল মালেক দেওয়ান ও সাতক্ষীরা সদরের মো. মনিরুজ্জামান প্রমুখ।