Pre-loader logo

শোক আর উৎসবে শেখ রাসেলের জন্মদিন পালন

শোক আর উৎসবে শেখ রাসেলের জন্মদিন পালন

ব্যানার, ফেস্টুন, আলোকসজ্জায় ঝলমলে শেখ রাসেল ক্রীড়া চক্র ক্লাব প্রাঙ্গণ। বনানীতে শেখ রাসেলের কবরে পুষ্পস্তবক অর্পণের পর হয়েছে বিশেষ মোনাজাত। ক্লাব ক্যাম্পে করা হয়েছে কোরআন খতমও। উৎসব ও শোকের মিশেলে এভাবেই গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫২তম জন্মদিন পালন করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র।
শেখ রাসেল ক্রীড়া চক্রের কর্মসূচির শুরু বিকেলে বনানীতে শেখ রাসেলের কবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। সুললিত কণ্ঠের কোরআন তেলওয়াত কানে বাজছিল তখন। বনানীর আকাশে- বাতাসে শোকের আবহ। মোনাজাত শেষে ক্লাবকর্তারা আসেন বসুন্ধরায় ক্লাবের অফিসে। তখন আবার উৎসবের আমেজ। আলো-ঝলমলে অফিসকক্ষে কাটা হলো দৃষ্টিনন্দন বিশাল কেক। দুই দিকে দুটি ফুটবল আঁকা কেকের মাঝখানে শেখ রাসেল ক্লাবের লোগো ও ৫২ লেখা মোমবাতি। ক্লাবের ডিরেক্টর ইনচার্জ ইসমত জামিল আকন্দ লাভলু সেই মোমবাতি নিভিয়ে কেক কেটে খাইয়ে দেন সহসভাপতি মীর সমীরকে। অফিসকক্ষে তখন আনন্দের হিল্লোল। লাভলু জানালেন, ‘এই দিনটা একই সঙ্গে আনন্দের ও শোকের। আমাদের ক্লাব চেয়ারম্যান ও দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ব্যবসায়িক কাজে এখন বিদেশে। তাঁর নির্দেশনাতেই পালন করেছি অনুষ্ঠানটা। তিনি থাকলে আরো জমজমাটভাবে করতাম এই অনুষ্ঠান। তবে দূরে থাকলেও সার্বক্ষণিক যোগাযোগ রেখে সায়েম সোবহান আনভীর ছিলেন যেন আমাদের সঙ্গেই।’
কেক কাটার পর অনুষ্ঠানের সমাপ্তি হয় ক্লাব ক্যাম্পে মোনাজাত করে। পাশাপাশি করা হয়েছে কোরআন খতমও। সেখানে ক্লাবের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে উপস্থিত ছিলেন কর্মকর্তারা। শেখ রাসেলের ৫২তম জন্মদিনে আগামী মৌসুমে আরো শক্তিশালী দল গড়ার প্রতিশ্রুতি দিলেন লাভলু, ‘দলবদলের সময় হলেই চমক দেখবেন। এবার আমরা শিরোপা জয়ের জন্য শক্তিশালী দল গড়ব। দেশের সেরা কজন খেলোয়াড়ের সঙ্গে থাকবে মানসম্পন্ন বিদেশি ফুটবলারও।’
শেখ রাসেলের জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের ডিরেক্টর ইনচার্জ ইসমত জামিল আকন্দ লাভলু, মীর সমীর (সহসভাপতি), সালেহ জামান সেলিম (পরিচালক, ক্রীড়া), আব্দুল লতিফ (পরিচালক, অর্থ), পরিচালক ময়নাল হক মঞ্জু, আবুল কাশেম, স. ম. হাসান জামান, ওয়াসিয়ুর রহমান, জাকির হোসেন, হামিদুল হক, শামসুল আরেফীন, শাহ আলম, কাজী কামরুল আহমেদ, খবির হোসেন সরকার ও স্থায়ী সদস্য মীর শাহাবুদ্দীন টিপু, আব্দুর রহিম, আবু বকর খান, জাহেদুল হক এবং বেলায়েত হোসেন বেপারী। এ ছাড়া উপস্থিত ছিলেন শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মাকসুদুর রহমান।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.