শুরু হলো বসুন্ধরা স্পোর্টস ফিয়েস্তা

বসুন্ধরা গ্রুপে কর্মরত সবাই বছরজুড়ে অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন এই দিনটির জন্য। বসুন্ধরা গ্রুপের বার্ষিক ক্রীড়া উৎসবে নিজেদের নৈপুণ্য দেখানো এবং আনন্দে মেতে ওঠার সেই শুভক্ষণটি বছর ঘুরে এলো আবার। ‘ব্রেক ইয়োর লিমিটস’ স্লোগান নিয়ে এ বছর আরো বেশি খেলা ও বড় পরিসরে আয়োজন করা হচ্ছে বসুন্ধরা স্পোর্টস ফিয়েস্তার। ফুটবল, ব্যাডমিন্টনের সঙ্গে যোগ হয়েছে টেবিল টেনিস ও দাবা। গতকাল বিকেলে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্স সংলগ্ন সুসজ্জিত ব্যাডমিন্টন কোর্টে পায়রা ও বেলুন উড়িয়ে এবং কেক কেটে আনুষ্ঠানিকভাবে বসুন্ধরা স্পোর্টস ফিয়েস্তার উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান তাসবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের আহ্বায়ক ও ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব) ইমরুল হাসান।
বিশেষ অতিথি তাঁর বক্তব্যে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সবাইকে এই মাসব্যাপী আনন্দ উৎসবে আমন্ত্রণ জানান এবং এই আয়োজনের জন্য প্রধান অতিথিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের সিনিয়র উপদেষ্টা এ আর রশিদী, গ্রুপের সিনিয়র ডিএমডি বেলায়েত হোসেন, ডিএমডি মোস্তাফিজুর রহমান, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ডেইলি সানের সম্পাদক আমির হোসেন, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামালসহ বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে হয়েছে একটি প্রীতি ব্যাডমিন্টন ম্যাচ, আজ থেকে শুরু হবে ফুটবল, টেবিল টেনিস ও দাবার প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে দলীয় ও ব্যক্তিগত পর্যায়ে আকর্ষণীয় পুরস্কার।