শিশুদের কোলাহলে সরব টগি ওয়ার্ল্ড

ঈদ আনন্দে মেতে উঠতে বসুন্ধরা সিটি শপিং মলের টগি ওয়ার্ল্ডে ছিল শিশুদের সরব উপস্থিতি। শপিং মলের আট তলায় ছিল দীর্ঘ লাইন। অভিভাবকদের হাত ধরে সেই লাইনে ছোট্ট সোনামণিরা। কাউন্টার থেকে টিকিট কাটার পর যেন আর তর সইছে না কারও। বাবা-মায়ের হাত ছেড়ে কেউ দৌড়ে গিয়ে চেপে বসছে ঘোড়ার পিঠে, কেউ নাগরদোলায়, কেউ বাম্পার কারে ওঠার জন্য ব্যস্ত। শিশুদের আনন্দে মাতিয়ে তুলতে রাজধানীর বৃহত্তম ইনডোর থিম পার্ক ‘টগি ওয়ার্ল্ড’-এ চলছে ঈদের বিশেষ অফার। টগি ওয়ার্ল্ডের ম্যানেজার (অপারেশনস) মাকসুদুর রহমান বলেন, ‘শিশু-কিশোরদের জন্য থাইল্যান্ডের একটি বিখ্যাত পার্কের আদলে এই থিম পার্কের যাত্রা শুরু। শহরে চার দেয়ালে বন্দী জীবন আর মাঠবিহীন বিদ্যালয়ে লেখাপড়া করা শিশুদের একটুখানি আনন্দ উপভোগের সুযোগ করে দিতেই আমাদের এই থিম পার্ক। ঈদ উপলক্ষে সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখছি আমরা। খোলার পর থেকে সারাক্ষণই এই থিম পার্কে খেলাধুলা করতে আসছে শিশুরা। তিনি আরও বলেন, আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। শিশুদের ঈদ আনন্দ কয়েকগুন বাড়িয়ে দিতে আজ পর্যন্ত বিশেষ প্যাকেজ চালু রাখা হয়েছে। তবে আগামীকাল থেকে বুধবার পর্যন্ত বন্ধ থাকবে টগি ওয়ার্ল্ড।