রেকর্ড গড়লেন তাইজুল

দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন তাইজুল ইসলাম। গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৩৯ রানে ৮ উইকেট নিলেন তাইজুল ইসলাম। এতে ইনিংসে বল হাতে তাইজুল সময় নিলেন মাত্র ১৬ ওভার । আর বাংলাদেশের বল হাতে ইংনিসে সেরা বোলিংয়ের রেকর্ডে তাইজুল ছাড়িয়ে গেলেন সবাইকে। এতদিন এ রেকর্ডের শীর্ষে নাম ছিল সাকিব আল হাসান ও এনামুল হক জুনিয়রের। এর আগে সাকিব ৩৬ রানে ৭ আর এনামুল পান ৯৬ রানে ৭ উইকেট। সাকিব এমন কৃতিত্ব দেখান ছয় বছর আগে। সবে বাংলাদেশের টেস্ট ঘরানায় নাম লেখিয়েছেন তাইজুল ইসলাম। চলতি বছরই ওয়েস্ট ইন্ডিজ সফরে ৫ উইকেট নিয়ে যাত্রা শুরু হয়েছিল নাটোরের ২২ বছর বয়সী এই ঘূর্ণি জাদুকরের। জিম্বাবুয়ের বিপক্ষে খেলছিলেন ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্ট। গতকাল দিনের শুরুতেই তাইজুলে আস্থা দেখান বাংলাদেশ অধিনায়ক। মুশফিকুর রহীম দিনের চতুর্থ ওভারে বল তুলে দেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের হাতে। আস্থার প্রতিদান দেন তাইজুল নিজের দ্বিতীয় ওভারেই। সিবান্দাকে ফিরিয়ে তার শুরু। পরে একে একে তাইজুলের আট উইকেট শিকারে জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস ধসে পড়ে ১১৪ রানে। এতে শেষ ইনিংসে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ১০১ রানের। মিরপুরে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন বাংলাদেশ দল মাত্র ১৪ রানের লিড নেয়। শেষ বিকালে জিম্বাবুয়ে ২ ওভারে করে বিনা উইকেটে ৫ রান। এতে ৯ রানে পিছিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন জিম্বাবুয়ের দুই ওপেনার ভুসিমুজি সিবান্দা ও পাকিস্তানি বংশোদ্ভূত ব্যাটসম্যান সিকান্দার রাজা। জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসের ৫.৫ ওভারে সিবান্দার উইকেট তুলে নেন তাইজুল। এরপর ১৭.৪ ওভারে তাইজুলের দ্বিতীয় শিকার প্রথম ইনিংসের হাফ সেঞ্চুরিয়ান সিকান্দার রাজা। তার তৃতীয় শিকার রেগিস চাকাভা। ১৯.৪ ওভারে শামসুরের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন জিম্বাবুয়ের এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ৫৩ রানে দুই উইকেট পতনের পর ৫৮ রানের মাথায় আরও তিন উইকেট পড়ে জিম্বাবুয়ের। এসময় মাত্র ৫ রানের ব্যবধানে তিন উইকেট তুলে নেন তাইজুল। তবে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একাই লড়াই করে যাচ্ছিলেন জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেইলর। ক্রেইগ আরভিনকে নিয়ে দলের সর্বোচ্চ ৩৪ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন জিম্বাবুয়ে অধিনায়ক। কিন্তু দলীয় ৯২ রানে ফের তাইজুলের আঘাত। একে একে ফিরিয়ে দেন আরভিন নাইয়ুম্বু ও পাসিয়াঙ্গারা ও কামুঙ্গোজিকে। তবে শেষ পর্যন্ত জিম্বাবুয়ের ইনিংসে ব্যক্তিগত ৪৫ রানে অপরাজিত থাকেন বাংলাদেশের বিপক্ষে সর্বাধিক টেস্ট রানের মালিক টেইলর।