Pre-loader logo

রূপগঞ্জে বসুন্ধরা ও রংধনু গ্রুপের ঈদসামগ্রী বিতরণ

রূপগঞ্জে বসুন্ধরা ও রংধনু গ্রুপের ঈদসামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নে বসুন্ধরা গ্রুপ ও রংধনু গ্রুপের উদ্যোগে গতকাল তিন হাজার লোকের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়। ঈদুল ফিতরকে সামনে রেখে রংধনু গ্রুপের ত্রাণ টিমের মাধ্যমে প্রকৃত গরিব ও অসচ্ছল মানুষের হাতে ঈদসামগ্রী তুলে দেওয়া হয়। উল্লেখ্য, বসুন্ধরা গ্রুপ ও রংধনু গ্রুপের উদ্যোগে করোনাভাইরাস শুরু হওয়ার পর থেকে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় খাদ্য সহায়তা ও ঈদসামগ্রী বিতরণ করা হয়। গতকাল দিনব্যাপী দাউদপুর ইউনিয়নের দেবই কাজিরবাগ মাদ্রাসা মাঠে ৭ নম্বর ও ৯ নম্বর ওয়ার্ডের লোকদের মধ্যে এ ঈদসামগ্রী বিতরণ করা হয়।

ঈদসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, বসুন্ধরা গ্রুপের পক্ষে রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিক, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার, কেন্দ্রীয় হকার্স লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন কমল প্রমুখ।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.