রাজমিস্ত্রিদের নিয়ে কিং ব্র্যান্ড সিমেন্টের কর্মশালা

‘স্বপ্ন নির্মাণে আমরা’—এ স্লোগানে বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নির্মাণ শ্রমিকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে গতকাল সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের এক অভিজাত হোটেলে এ কর্মশালায় জেলার শতাধিক রাজমিস্ত্রি, ডিলার ও রিটেইলার অংশগ্রহণ করেন। কর্মশালায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কিং ব্র্যান্ড সিমেন্টের রাজশাহী ডিভিশনাল ম্যানেজার মাসুম বিল্লাহ, প্রকৌশলী জহিরুল কাইয়ুম ও কিং ব্র্যান্ড সিমেন্টের সিরাজগঞ্জের পরিবেশক মেসার্স মানিক ট্রেডার্সের স্বত্বাধিকারী মানিক আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৯৫ সাল থেকে সর্বোচ্চ গুণগত মানসম্মত কিং ব্র্যান্ড সিমেন্ট দেশের প্রতিটি জেলায় বাজারজাত করা হচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানটির বার্ষিক উত্পাদন ৫.০৫ মিলিয়ন টন। কিং ব্র্যান্ড সিমেন্টের কাঁচামাল থেকে শুরু করে উত্পাদন প্রক্রিয়ার প্রতিটি ধাপেই স্বয়ংক্রিয় কম্পিউটারাইজড প্রযুক্তি অনুসরণ করা হয়।
বক্তারা আরো বলেন, দেশের উত্তর-দক্ষিণাঞ্চলের সব নির্মাণকাজে কিং ব্র্যান্ড সিমেন্ট ব্যবহূত হচ্ছে। এ ছাড়া অন্যতম স্থাপনা রূপসা ব্রিজ, সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণকাজে এই সিমেন্ট ব্যবহূত হচ্ছে। এ জন্য কিং ব্র্যান্ড সিমেন্টের প্রতি মানুষের আস্থা দিন দিন বাড়ছে। কর্মশালায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে উপস্থিত রাজমিস্ত্রিদের কিং ব্র্যান্ড সিমেন্ট ব্যবহার ও গুণগত মান সম্পর্কে অবহিত করা হয়।