রাজমিস্ত্রিদের নিয়ে কর্মশালা করল বসুন্ধরা সিমেন্ট

নির্মাণশিল্পে ব্যবহৃত পণ্যের গুণগত মান, পরিমাপ এবং সঠিক প্রয়োগের ওপর এক নির্মাণ কর্মশালার আয়োজন করে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্ট। গতকাল বুধবার রাজধানীর যাত্রাবাড়ীর চাই পাই রেস্টুরেন্টে অনুষ্ঠিত কর্মশালায় যাত্রাবাড়ী এলাকার শতাধিক রাজমিস্ত্রি অংশগ্রহণ করেন।
বসুন্ধরা সিমেন্টের উপমহাব্যবস্থাপক (টেকনিক্যাল সাপোর্ট) প্রকৌশলী সরোজ কুমার বড়ুয়া, উপব্যবস্থাপক কুদরত-ই-এলাহী, বিভাগীয় ব্যবস্থাপক (বিক্রয়) ঢাকা-১, আহসানুল হক শিমুল, বিভাগীয় ব্যবস্থাপক (বিক্রয়) মো. মাজেদুর রহমান সভায় উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রকৌশলী সরোজ কুমার বড়ুয়া বলেন, সিমেন্ট শিল্পে দেশের সবচেয়ে বেশি উৎপাদন ক্ষমতাসম্পন্ন আধুনিক কারখানা রয়েছে বসুন্ধরা সিমেন্টের। আর দেশের সবচেয়ে বেশি সিমেন্টও উৎপদন করে এ প্রতিষ্ঠানটি। তিনি আরো বলেন, দেশের সবচেয়ে আইকনিক প্রকল্প পদ্মা সেতু নির্মাণ প্রকল্প, পদ্মা সেতু নদীশাসন প্রকল্প এবং পদ্মা সেতু অ্যাপ্রোচ রোডের মতো বড় স্থাপনাগুলোতেও ব্যবহার হয়ে আসছে বসুন্ধরা সিমেন্ট।
কর্মশালায় কারিগরি দিকসহ বসুন্ধরা সিমেন্টের গুণগতমান পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন উপব্যবস্থাপক কুদরত-ই-এলাহী।