রংপুরে ২৫০ পরিবারকে খাদ্য সহায়তা দিল বসুন্ধরা গ্রুপ

রংপুর: করোনার এ ক্রান্তিকালে অসহায় হয়ে পড়া রংপুরের ২৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে দেশের সর্ববৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।
শনিবার (১৬ মে) দুপুরে জেলার বদরগঞ্জ পৌরশহরের হাইস্কুল মাঠে সামাজিক দূরত্ব মেনে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এতে উপহার হিসেবে ৫ কেজি মিনিকেট চাল, ২ কেজি মশুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি লবন, ১ কেজি সেমাই, ১ সাবান, ১ চিনি ও ১ কেজি আটা দেওয়া হয়েছে।
খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত অতিথিরা বলেন, দেশ ও মানুষের কল্যাণে বসুন্ধরা গ্রুপ কাজ করে যাচ্ছে। বিশেষ করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান দেশের কল্যাণে নানা ক্ষেত্রে অপরিসীম অবদান রাখছেন। দেশের ক্রান্তিকালে তিনি অতীতের মতো অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন।
এসময় বসুন্ধরা গ্রুপের ফুড অ্যান্ড বেভারেজের রংপুর বিভাগের ব্যবস্থাপক আব্দুল গাফ্ফার, টেরিটোরি সেলস এক্সিকিউটিভ রবিউল ইসলাম ও বদরগঞ্জের পরিবেশক মো. আহমদ উল্লাহ উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান তবিকুর চৌধুরী পলিন। বদরগঞ্জ প্রেসক্লাসের সভাপতি মাহফুজার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।