রংপুরে বসুন্ধরা সিমেন্টের সৌজন্যে তৈরি আইইবির ভবন উদ্বোধন

বসুন্ধরা সিমেন্টের সৌজন্যে তৈরি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) রংপুর কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকালে এর উদ্বোধন করেন আইইবির কেন্দ্রীয় সভাপতি ড. প্রকৌশলী এম শামীম জেড বসুনিয়া। আইইবি রংপুর কেন্দ্রের সভাপতি আবদুর রাজ্জাকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি খান মঞ্জুর মোর্শেদ, সাধারণ সম্পাদক মিয়া মো. কাইয়ুম প্রমুখ।