মুন্সীগঞ্জে বসুন্ধরার ফ্রি চিকিৎসা ক্যাম্প

মুন্সীগঞ্জ শহরের পুরনো বাসস্ট্যান্ড এলাকায় গতকাল সাড়ে ৯ শতাধিক নারী-পুরুষকে বসুন্ধরা গ্রুপের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা এই চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেন। এর আগে সকালে প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন। মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি জালাল উদ্দিন আহমেদের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ চিকিৎসা সেবার আয়োজন করা হয়। জালাল কমিশনার স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর নার্গিস আক্তার জানান, দিনব্যাপী বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি, মেডিসিন, শিশু ও চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা ৯৫০ দরিদ্র নারী-পুরুষকে চিকিৎসা সেবা দিয়েছেন।