মানিকগঞ্জে বসুন্ধরা এলপি গ্যাসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মানিকগঞ্জে গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে বসুন্ধরা এলপি গ্যাসের ইফতার মাহফিল। মন্নু ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতারে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ অঞ্চলের শতাধিক পরিবেশক ও রিটেইলার।
ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব ডিভিশন (মার্কেটিং অ্যান্ড সেলস) মীর টি আই ফারুক রিজভি। তিনি পরিবেশকদের নীতিমালা মেনে সবার জন্য নিরাপদ ও পরিবেশবান্ধব ব্যবসা পরিচালনা করার আহ্বান জানান। তিনি বলেন, ‘যাঁরা দীর্ঘদিন ধরে বসুন্ধরা গ্রুপের সঙ্গে ব্যবসা করে আসছেন তাঁরা অবশ্যই জানেন শুধু ব্যবসা নয়, সবার সঙ্গে সুদৃঢ় সম্পর্ক স্থাপনে বসুন্ধরা বদ্ধপরিকর। আর সে জন্যই বসুন্ধরা এলপি গ্যাস আজ এক বিশাল পরিবার।’