ভালোবাসায় সিক্ত বাংলাদেশ প্রতিদিন

দিনভর আনন্দঘন আয়োজনে গতকাল সপ্তম জন্মদিন পালন করেছে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন। এ উপলক্ষে রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (নবরাত্রি) দিনভর শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হয় বাংলাদেশ প্রতিদিন পরিবার। বর্ণিল সাজে সাজানো হয় কনভেনশন সিটির পাশাপাশি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ প্রাঙ্গণ। ছিল নানা রঙের ব্যানার-ফেস্টুন আর আলোকসজ্জা। একদিকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আর অন্যদিকে জনপ্রিয় সংগীতশিল্পীদের গান দিনভর মাতিয়ে রাখে উপস্থিত ১০ হাজার শুভানুধ্যায়ীকে। সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত অতিথিরা বাংলাদেশ প্রতিদিনে আসেন ফুলের ডালি নিয়ে। ভালোবাসায় সিক্ত করেন বাংলাদেশ প্রতিদিন পরিবারকে। ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে সারা দেশের বিভাগীয় ও জেলা পর্যায়েও ছিল বর্ণাঢ্য নানা কর্মসূচি।
বসুন্ধরা ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী অতিথিদের বরণ করে নেন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, কমিউনিস্ট পার্টি, বাসদসহ সর্বস্তরের রাজনীতিবিদ, শিক্ষাবিদ, দেশের শীর্ষ ব্যবসায়ী, সংস্কৃতিসেবী, গণমাধ্যম ব্যক্তিত্ব, বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার প্রতিনিধি, সারা দেশের হকার, এজেন্টসহ সমাজের সর্বস্তরের মানুষের মিলনমেলায় পরিণত হয় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি। উৎসবের ঢল নামে। বেলা ১১টার পর বিকাল পর্যন্ত কনভেনশন সিটিতে বাংলাদেশ প্রতিদিনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন আগত অতিথিরা—যাদের পদচারণে সিক্ত বাংলাদেশ প্রতিদিন।
আওয়ামী লীগ : আওয়ামী লীগ নেতাদের মধ্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, রেলমন্ত্রী মুজিবুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও সাবেক মন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, এস এম কামাল হোসেন, আমিনুল ইসলাম আমিন, সাবেক হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. মামুনুর রশিদ, আওয়ামী লীগ নেতা ড. আওলাদ হোসেন, আওয়ামী লীগের সহ-সম্পাদক শাহজাদা মহিউদ্দিন, মারুফা আক্তার পপি; যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল, যুগ্ম-সাধারণ সম্পাদক কেহেলী কুদ্দুস মুক্তি; কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক খন্দকার শামসুল হক রেজা, যুগ্ম-সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি; ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ; ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল; নুরজাহান বেগম মুক্তা এমপি, ফজিলাতুন্নেসা বাপ্পি এমপি; ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাবিনা আক্তার তুহিন, লন্ডনপ্রবাসী আওয়ামী লীগ নেতা মিয়া আখতার হোসেন সানু, ঢাকা দক্ষিণের কাউন্সিলর অ্যাডভোকেট আবদুল হামিদ, ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন, জাতীয় মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটির নির্বাহী চেয়ারম্যান হারুন অর রশীদ, মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু প্রমুখ।
বিএনপি : দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনএর আহ্বায়ক ব্যারিস্টার নাজমুল হুদা, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, ড. এম ওসমান ফারুক, অ্যাডভোকেট আহমেদ আজম খান, শামসুজ্জামান দুদু, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান, সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ার, গোলাম আকবর খোন্দকার, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, স্বনির্ভরবিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, সহ-তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা ও তার ছেলে লাবিব শারার, নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, শামা ওবায়েদ, অ্যাডভোকেট রফিক শিকদার, ফয়সাল আলিম, রফিক হেলালী, ড. খন্দকার মারুফ হোসেন, শাহ আক্তারুজ্জামান, শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসেন, সাবেক হুইপ শহিদুল হক জামাল, সাবেক এমপি আবু হেনা, সাবেক এমপি মেজর (অব.) আকতারুজ্জামান, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মণি, এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্যসচিব কৃষিবিদ হাসান জারিফ তুহিন, ছাত্রদল সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী, মো. সাইদুর রহমান সোহেল প্রমুখ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেস সচিব মারুফ কামাল খান। একটি প্রতিনিধিদল বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে এ শুভেচ্ছা জ্ঞাপন করেন।
জাতীয় পার্টি : জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ, কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, সাহিদুর রহমান টেপা, সৈয়দ আবু হোসেন বাবলা, এস এম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ, জাপা নেতা জাফর উল্লা মজুমদার আজাদ, এরশাদুল হক টিটু, এ কে এম আসরাফুজ্জামান খান, শেখ মো. শান্ত, জাহিদ হোসেন বিপ্লব। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরী, মহাসচিব মোস্তফা জামাল হায়দার, প্রেসিডিয়াম সদস্য এ এম এম আলম, আহসান হাবিব লিংকন, খালেকুজ্জামান চৌধুরী, রফিকুল হক হাফিজ, এস এম শামীম, মফিজুর রহমান লিটন ও মো. মোস্তফা।
জাসদ ও বাম : জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের একাংশের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জাসদের আরেকাংশের কার্যকরী সভাপতি মাইনুদ্দিন খান বাদল এমপি, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপি, জাতীয় সমাজতান্ত্রিক দল—জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, ন্যাপের ইসমাইল হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজেদুল ইসলাম খান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি—সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল—বাসদ সভাপতি খালেকুজ্জামান, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, আসলাম খান, আবদুল্লাহ আল কাফি রতন, হাসান তারিক চৌধুরী সোহেল প্রমুখ।
ইসলামী দল : ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমাদ, কেন্দ্রীয় নেতা ইমতিয়াজ আলম, আহমদ আবদুল কাইয়ুম, শেখ ফজলে বারী মাসউদ, মুফতি আলতাবুর রহমান, বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের সভাপতি হাফেজ মাওলানা জিয়াউল হাসান, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মাওলানা আতাউল্লাহ আমিন, আজিজুর রহমান হেলাল, মাওলানা মামুনুর রশিদ প্রমুখ।
ব্যবসায়ী : দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন—এফবিসিসিআইর সাবেক সভাপতি সালমান এফ রহমান, কাজী আকরাম উদ্দিন আহমদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন—ডিএনসিসির মেয়র ও এফবিসিসিআইর সাবেক সভাপতি আনিসুল হক, মীর নাসির হোসেন এবং এ কে আজাদ, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ, বাংলাদেশ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুস সালাম মুর্শেদী, বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি—বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম, এফবিসিসিআইর প্রথম সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সাবেক প্রথম সহ-সভাপতি জসিম উদ্দিন, আরেক সাবেক প্রথম সহ-সভাপতি ও বর্তমান পরিচালক মনোয়ারা হাকিম আলী, এফবিসিসিআইর সাবেক পরিচালক এ কে এম নুরুল ফজল বুলবুল, বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি—বিকেএমইএর প্রথম সহ-সভাপতি এস এইচ আসলাম সানী, বিজিএমইএর সহ-সভাপতি মোহাম্মদ নাসির, এফবিসিসিআইর সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন, বর্তমান পরিচালক প্রবীর কুমার সাহা, আবু নাসের, এফবিসিসিআইর সাবেক পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এ কে এম শাহেদ রেজা, বারভিডা সভাপতি আবদুল হামিদ শরীফ, ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আক্কাস মাহমুদ, বিসিআই পরিচালক সাবেরা আহমেদ কলি, এফবিসিসিআইর অতিরিক্ত সচিব আফসারুল আরেফিন, বিশিষ্ট ব্যবসায়ী জাফর নিজামী, সিনিয়র সহকারী সচিব খান মো. নুরে আলম সিদ্দিকী প্রমুখ।
সরকারি প্রতিষ্ঠান : বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, যুগ্ম-সচিব আবদুল মান্নান, জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. আবদুল মজিদ, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-বিআইডিএসের মহাপরিচালক খান আহমেদ সৈয়দ মুরশিদ, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান, শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটের কমিশনার এস এম হুমায়ুন কবীর, এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের পক্ষে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর মিসবাহুর রহমান চৌধুরী, নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম আসাদুজ্জামান আরজু, হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রাকিবুল ইসলাম লিটু প্রমুখ।
আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তা : বাংলাদেশ প্রতিদিনকে শুভেচ্ছা জানাতে আসেন র্যাবের ডিজি বেনজীর আহমেদ, এডিজি কর্নেল জিয়াউল আহসান, গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদ, আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান, সহকারী পরিচালক মিজানুর রহমান, পুলিশের বিশেষ শাখা (এসবি) প্রধান এডিশনাল আইজিপি জাবেদ পাটোয়ারী, ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত কমিশনার দিদারুল আলম, অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম, এসবির ডিআইজি মাহবুব হোসেন, আইজিপির পক্ষে এডিশনাল ডিআইজি মো. নজরুল ইসলাম, ডিসি (মিডিয়া) মারুফ হোসেন সরদার, পুলিশের গুলশান বিভাগের ডিসি মোস্তাক আহমেদ খান, ট্রাফিক (উত্তর) বিভাগের ডিসি প্রবীর কুমার রায়, এডিসি (গুলশান) আবদুল আহাদ, এসি (ক্যান্টনমেন্ট) কুদরত-ই-খুদা, এসি (গুলশান) রফিকুল ইসলাম, এসি (বাড্ডা) রহিমা আফরোজ লাকি, পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান, সাবেক আইজিপি মোহাম্মদ হাদিস উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান ড. জিয়া রহমান, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়া, নভোএয়ারের এমডি গ্রুপ ক্যাপ্টেন (অব.) মফিজুর রহমান প্রমুখ। এ ছাড়া বিমানবাহিনী প্রধানের পক্ষ থেকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ক্রীড়া ব্যক্তিত্ব : বাংলাদেশ প্রতিদিনকে শুভেচ্ছা জানান শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের, ঢাকা মোহামেডানের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া, জাতীয় দলের সাবেক ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, আবদুল গাফ্ফার, বাফুফের নির্বাহী কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবু, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ, ছাইদ হাছান কানন, বিপ্লব ভট্টাচার্য প্রমুখ।
আইনজীবী : বাংলাদেশ প্রতিদিনের জন্মদিনে শুভেচ্ছা জানাতে আসেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. লায়েকুজ্জামান মোল্লা, মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার কায়সার কামাল, বঙ্গবন্ধু মহিলা আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়া ভট্টাচার্য, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আছাদুজ্জামান সিদ্দিকী, অ্যাডভোকেট লাকী বেগম, ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য বিল্লাল হোসেন লিজন পাটোয়ারী প্রমুখ।
শিক্ষাবিদসহ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা : বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল মান্নানের পক্ষে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ইউজিসির সিনিয়র সহকারী সচিব মৌলি আজাদ, উপ-সচিব মো. ওমর ফারুখ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের পক্ষে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামান। শুভেচ্ছা জানান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুস সাত্তার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সালমা সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা, গাইনি বিশেষজ্ঞ ডা. নওশীন শারমিন পূরবী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক মো. ফয়জুল করিম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপ-পরিচালক (জনসংযোগ) বেলাল আহমেদ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষে জনসংযোগ কর্মকর্তা এস এম মহিউদ্দিন, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষে জনসংযোগ কর্মকর্তা মো. ইউসুফ আল মামুন, ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ও প্রধান (জনসংযোগ) মুহাম্মদ ইমতিয়াজ, পরিচালক (ভর্তি) আ স ম ফারুক, নর্দান বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আবদুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল করীম, কোষাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার হোসাইন, রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) একতেদার আহমেদ সিদ্দিকী, অতিরিক্ত রেজিস্ট্রার আবুল হোসেন, পাবলিক রিলেশন বিভাগ ইনচার্জ শেখ মাহাবুব রহমান, প্রশাসনিক কর্মকর্তা নুরুজ্জামান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের পক্ষে উপ-পরিচালক (জনসংযোগ) মো. জাহাঙ্গীর কবির, ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ম্যানেজার (জনসংযোগ) ওয়াহিদুজ্জামান, আরিফুল হক, ফারইস্ট বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা খন্দকার আরাফাত আলী, আমির হোসেন সাগর, আশা বিশ্ববিদ্যালয়ের পক্ষে অতিরিক্ত রেজিস্ট্রার আশরাফুল হক চৌধুরী, ডেপুটি রেজিস্ট্রার মো. মাসুদুর রহমান, জনসংযোগ কর্মকর্তা মো. আসাদুর রহমান, বিএসবি ফাউন্ডেশন ও ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশার, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. জাকির হোসেন, উপ-রেজিস্ট্রার ড. মো. সোহেল আল বেরুনী, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক যুবায়ের হোসাইন, সহকারী জনসংযোগ কর্মকমর্তা মুসলেহ উদ্দিন তরুণ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে সহকারী পরিচালক (জনসংযোগ) আবু সা’দাত, ইবাইস বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার হুমায়ুন কবীর, ট্রেজারার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. আহসানউল্লাহ, সিনিয়র উপ-পরিচালক (জনসংযোগ) কবীর আহমদ মুন্সী, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, পরিষদের কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ তেলাওয়াত হোসাইন, উপাধ্যক্ষ হরিচাঁদ মণ্ডল সুমন প্রমুখ।
গণমাধ্যমের প্রতিনিধি : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের মহাসচিব এম আবদুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মো. শহীদুল ইসলাম এবং বিএফইউজের অপর অংশের মহাসচিব ওমর ফারুকের নেতৃত্বে অপর একটি প্রতিনিধিদল পৃথকভাবে বাংলাদেশ প্রতিদিন সম্পাদককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ ছাড়া ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর নেতৃত্বে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি জামালউদ্দিন ও সাংগঠনিক সম্পাদক শেখ জামালের নেতৃত্বে প্রতিনিধিদল ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানান। এ ছাড়া বাসসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, বেসরকারি চ্যানেল ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, দৈনিক যুগান্তরের নির্বাহী সম্পাদক সাইফুল আলম, চ্যানেল নাইনের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহিম বাপ্পী, প্রথম আলোর যুগ্ম-সম্পাদক সোহরাব হাসান, ভিয়েনা প্রবাসী লেখক ও মানবাধিকার কর্মী এম নজরুল ইসলাম প্রমুখ সাংবাদিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদকের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
শুভেচ্ছার আরও খবর পড়ুন আগামীকাল