Pre-loader logo

বিগ বাজেটের শেখ রাসেল রানার্সআপ

বিগ বাজেটের শেখ রাসেল রানার্সআপ

জাতীয় ও অলিম্পিক দলের ১৩ জন নিলেও শেখ রাসেলের সর্বনাশ হয়েছে প্রথম পর্বে মুক্তিযোদ্ধার (২-১) কাছে হার, রহমতগঞ্জ (১-১) ও ফরাশগঞ্জের (২-২) কাছে পয়েন্ট নষ্ট করায়। দ্বিতীয় লেগে ৫-০ গোলে হারিয়ে তাদের প্রিমিয়ার লিগ ট্রফির স্বপ্ন কফিনে পেরেক ঠোকে ঢাকা আবাহনী। এরপর গত ম্যাচে চট্টগ্রামে গোলশূন্য রুখে দিয়ে তো রানার্সআপ স্বপ্নও প্রায় মস্নান করে দিয়েছিল স্বাগতিক আবাহনী। যাই হোক রক্ষা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেষ ম্যাচে পল এমিলের হ্যাটট্রিকে রহমতগঞ্জকে ৪-০ গোলে হারিয়ে রানার্সআপ হয়ে লিগ শেষ করল বিগ বাজেটের শেখ রাসেল। কিন্তু কেনর জবাবটা খুঁজে পাননি দলীয় কর্তারা। রানার্সআপ হওয়ার পর উচ্ছ্বাসটা কম ছিল না। খোঁজ নিয়ে জানা গেছে, ফুটবলাররা অতীতে লিগের দ্বিতীয় পর্ব শুরুর আগেই নতুন মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়ে পড়তেন। এবার তা হননি। প্রভাবটা পড়েছিল গত ম্যাচে।
গতকাল প্রথমার্ধে কিছুটা দেখে যাচ্ছিল। তাই অধিনায়ক মিঠুনের গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা। দ্বিতীয়ার্ধের শুরুতে জাহিদ নামার পর আক্রমণে ধার বাড়ে। তাতে ৫৮ থেকে ৭০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ক্যামেরুনিয়ান পল এমিল। জাহিদের কর্নার ও মিঠুনের ক্রসে প্রথম দুটি হেডে। হ্যাটট্রিক গোলেও রয়েছে অধিনায়কের অবদান। তার জোগান দেয়া বল ধরে গোলরক্ষক আল আমিনকে কাটিয়ে পোস্টে ঠেলেন এমিল। লিগের নবম হ্যাটট্রিক করা এমিলের গোলসংখ্যা ১০। এটা ঠিক, মোটা অঙ্কের টাকা খরচ করলেও ‘পেশাদার’ হয়ে উঠতে পারেনি শেখ রাসেল। এবারও টাকার ঝনঝনানি শোনা যাচ্ছে ক্লাবটিতে। তাই টেন্ট ছাড়তে চাচ্ছেন না অধিকাংশ ‘তারকা’। তবে ২০১৫-১৬ মৌসুমের কর্মপদ্ধতি আজ রাতে নৈশ্যভোজের পর জানাবেন ক্লাব চেয়ারম্যান।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.