Pre-loader logo

বাঞ্ছারামপুরে বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ বিতরণ

বাঞ্ছারামপুরে বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের দূর্গারামপুর গ্রামে গতকাল বসুন্ধরা ফাউন্ডেশনের ৩৭তম সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্ষুদ্র ঋণ বিতরণ করেন। এসময় তিনি ঋণ গ্রহীতাদের উদ্দেশে বলেন, ‘এই সুদমুক্ত ঋণ যেন কোনোভাবেই মাদক ও সুদের কাজে ব্যবহৃত না হয়। ঋণের টাকার যথাযথ ব্যবহার করে স্বাবলম্বী হতে পারেন এটাই বসুন্ধরা ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য।’ জানা গেছে, ৩০ লাখ টাকা ৩২১ জনের মধ্যে বিতরণ করা হয়। এর মধ্যে ২৩৭ জন পুরনো সদস্যকে ১০ হাজার টাকা করে ও নতুন ৮৪ জনকে ৭ হাজার ৫০০ টাকা করে সুদমুক্ত ঋণ দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপ মহাব্যবস্থাপক মাইমুন কবির, ফাউন্ডেশনের ইনচার্জ মো. মোশারফ হোসেন, মো. শাহজাহান, কর্মকর্তা আনোয়ার হোসেন এবং বসুন্ধরা (ল্যান্ড) নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.