বাজারে এলো বসুন্ধরার টগি ক্র্যাকার্স

কাগজ প্রতিবেদক : বসুন্ধরা গ্রুপ বাজারে নিয়ে এসেছে টগি ক্রিসপি ক্র্যাকার্স। গতকাল বৃহস্পতিবার রাজধানীর পান্থপথে বসুন্ধরা শপিং মলের অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনে ভিন্ন স্বাদের এ ক্র্যাকার্সের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বসুন্ধরা ফুড এন্ড বেভারেজের সেলস এন্ড মার্কেটিং হেড এম এম জসিম উদ্দিন। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জসিম উদ্দিন বলেন, বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা ফুড এন্ড বেভারেজের যাত্রা শুরু হয় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে। এরই ধারাবাহিকতায় ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি স্বাস্থ্য সম্মত খাদ্য ‘টগি ক্রিসপি ক্র্যাকার্স’ বাজারে এনেছি আমরা। বসুন্ধরার প্রতিটি পণ্যের প্রধান শর্ত গুণগতমান নিশ্চিত করা। তাই মানুষের কাছে এই প্রতিষ্ঠানের প্রতিটি পণ্যের চাহিদা রয়েছে। আর বসুন্ধরার আদর্শ জনগণের আস্থা ও ভালোবাসা ধরে রেখেই বাজারে টিকে থাকা।