Pre-loader logo

বসুন্ধরা স্পোর্টস ফিয়েস্তা-২০১৪ পর্দা উঠল

বসুন্ধরা স্পোর্টস ফিয়েস্তা-২০১৪ পর্দা উঠল

প্রতি বছরের মতো এবারো বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠল বসুন্ধরা গ্রুপের বার্ষিক আয়োজন ‘বসুন্ধরা স্পোর্টস ফিয়েস্তা-২০১৪’এর।
গতকাল শনিবার বসুন্ধরা আবাসিক এলাকার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড চত্বরে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান তাসবীর। এবারের উৎসবে ফুটবল, ব্যাডমিন্টন ছাড়াও টেবিল টেনিস ও দাবা অন্তর্ভুক্ত করা হয়েছে। অংশ নেয়া দলের সংখ্যাও প্রায় দ্বিগুণ হয়েছে।
গতকাল একটি প্রদর্শনী ম্যাচের মধ্য দিয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হলেও ফুটবল, টেবিল টেনিস ও দাবা টুর্নামেন্ট শুরু হবে আজ রোববার থেকে।
এবারের আয়োজনে প্রাইজমানি ঘোষণা করা হয়েছে ২৫ লাখ টাকা। অনুষ্ঠানে উৎসবের সার্বিক আয়োজন নিয়ে বক্তব্য রাখেন উৎসব কমিটির আহ্বায়ক ইমরুল হাসান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের প্রধান উপদেষ্টা মো. মাহবুব মোর্শেদ হাসান, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নাঈম নিজাম, ডেইলি সান সম্পাদক আমির হোসেনসহ বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা। বিজ্ঞপ্তি।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.