Pre-loader logo

বসুন্ধরা সিমেন্ট বিজয় দিবস ফুটবল শুরু

বসুন্ধরা সিমেন্ট বিজয় দিবস ফুটবল শুরু

ঢাকার আবাহনী ও মোহামেডানসহ বিভিন্ন জেলার ১০টি ফুটবল দল নিয়ে গতকাল থেকে মাগুরায় শুরু হয়েছে বসুন্ধরা সিমেন্ট বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট। মহম্মদপুর ফুটবল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশনস চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় এম পি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থা আছাদুজ্জামান ফুটবল একাডেমির সভাপতি শেখ ফরিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- একরামুল করিম চৌধুরী এমপি, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আছাদুজ্জামান ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ তানজেল হোসেন খান, শেখ রাসেল ক্রীড়া চক্র ও ঢাকা আবাহনীর পরিচালক জাতীয় দলের সাবেক নন্দিত ফুটবলার গোলাম রব্বানী হেলাল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য শেখ মো. আসলাম।
অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি একরামুল করিম চৌধুরী এমপি আছাদুজ্জামান ফুটবল একাডেমির উন্নয়নে ৫ লাখ টাকা প্রদান করেন। এছাড়া তৃণমূল পর্যায়ে ফুটবল উন্নয়নে তিনি সহযোগিতার আশ্বাস দেন। উদ্বোধনী খেলায় টাইব্রেকারে খুলনা ফুটবল দল ঝিনাইদহ দলকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.