Pre-loader logo

বসুন্ধরা সিমেন্ট পরিবেশকের রিটেইলারস নাইট

বসুন্ধরা সিমেন্ট পরিবেশকের রিটেইলারস নাইট

বিপুল উৎসাহ-উদ্দীপনায় খুলনায় বসুন্ধরা সিমেন্টের পরিবেশক মেসার্স আবদুল রাজ্জাক আজিজের রিটেইলারস নাইট অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতে খুলনা ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেসার্স আবদুল রাজ্জাক আজিজের প্রোপ্রাইটার মো. আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা সিমেন্ট সেক্টরের এক্সিকিউটিভ ডিরেক্টর (অ্যাকাউন্ট অ্যান্ড ফিন্যান্স) মো. রবিউল ইসলাম, বসুন্ধরা গ্র“প সিমেন্ট সেক্টরের এজিএম (সেলস ওয়েস্ট জোন) ইমাম ফারুক ও বসুন্ধরা গ্র“প সিমেন্ট সেক্টরের ডেপুটি ম্যানেজার মো. জিয়াউর রহমান।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, বিশ্বমানের প্রযুক্তি দিয়ে বসুন্ধরা সিমেন্ট তৈরি করা হয়েছে। যে কারণে ইমারতসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে এ সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। উদাহরণ হিসেবে দেশের সর্ববৃহৎ নির্মাণাধীন পদ্মা সেতুতে বসুন্ধরা সিমেন্ট ব্যবহার করা হচ্ছে বলেও জানান তাঁরা।
অনুষ্ঠানে অতিথিরা বসুন্ধরা সিমেন্টের খুচরা বিক্রেতাদের উদ্দেশে বলেন, ‘আমরা আপনাদের সুচিন্তিত পরামর্শের প্রতি শ্রদ্ধাশীল। আপনাদের সঙ্গে সুসম্পর্কে বিশ্বাসী। আপনাদের স্বার্থরক্ষা করা না গেলে কম্পানির স্বার্থ সংরক্ষিত হবে না। আগামী দিনগুলোতেও আপনাদের মতামত ও পরামর্শকে আরো গুরুত্ব দেওয়া হবে। আপনাদের সব ব্যবসায়িক দাবি পর্যায়ক্রমে বিবেচনা করা হবে। বসুন্ধরা গ্র“প সুসম্পর্কের মর্যাদা দেয়। আপনাদের সহায়তা নিয়ে আমরা এগিয়ে যাব।’
অনুষ্ঠানে বসুন্ধরা সিমেন্ট বিক্রয়ে সফলতার জন্য ব্যবসায়ীদের মাঝে এয়ার কন্ডিশনার (এসি), এলইডি টেলিভিশনসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। পরে এক নৈশভোজের আয়োজন করা হয়।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.