Pre-loader logo

বসুন্ধরা সিমেন্টের র‌্যাফল ড্র অনুষ্ঠিত

বসুন্ধরা সিমেন্টের র‌্যাফল ড্র অনুষ্ঠিত

ঢাকার একটি রেস্টুরেন্টে গতকাল বসুন্ধরা সিমেন্টের ফরচুন অফারের র‌্যাফল ড্র অনুষ্ঠিত হয়। এতে সারা বাংলাদেশ থেকে আগত বসুন্ধরা সিমেন্টের ডিলার ও রিটেইলাররা অংশ নেন। র‌্যাফল ড্রয়ের পুরস্কারগুলো হলো বসুন্ধরার প্লট, পিকআপ ভ্যান, মোটরসাইকেল, থাইল্যান্ড ট্যুর, নেপাল ট্যুর, ডিপফ্রিজ ও টেলিভিশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্টের ডিএমডি ইঞ্জিনিয়ার এ কে এম মাহবুব-উজ-জামান, মদনগঞ্জ প্লান্ট ইনচার্জ ইঞ্জিনিয়ার এ কে এম সিরাজুল হক, জেনারেল ম্যানেজার (সেলস, সিমেন্ট সেক্টর) খন্দকার কিংশুক হোসেন, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সেক্রেটারি মো: মাকসুদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়াও ঢাকা ও পাশের জেলাগুলোর বসুন্ধরা সিমেন্টের ডিস্ট্রিবিউটরেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.