বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি সম্মেলন ও হালখাতা

বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে গতকাল শনিবার কুড়িগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় রাজমিস্ত্রি সম্মেলন এবং ময়মনসিংহে স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে হালখাতা সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানগুলোতে বসুন্ধরা সিমেন্টের কর্মকর্তাসহ পাঁচ শতাধিক রাজমিস্ত্রি, ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা জানান, সিমেন্টশিল্পে বাংলাদেশের সর্বোচ্চ উত্পাদনক্ষম আধুনিক কারখানা রয়েছে একমাত্র বসুন্ধরা সিমেন্টের। বর্তমানে দেশের সবচেয়ে বেশি সিমেন্ট উত্পাদন করছে এ প্রতিষ্ঠানটি। বসুন্ধরা সিমেন্ট কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে উত্পাদনের প্রতিটি ধাপে স্বয়ংক্রিয় কম্পিউটারাইজ প্রযুক্তি অনুসরণ করে। দেশে বহুল আলোচিত পদ্মা সেতুতেও বসুন্ধরা সিমেন্ট ব্যবহূত হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ায় রাজমিস্ত্রি সম্মেলনে অংশগ্রহণকারীদের একাংশ। ছবি : কালের কণ্ঠ
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে গতকাল কুড়িগ্রাম শহরের অভিনন্দন কনভেনশন সেন্টারে রাজমিস্ত্রি সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা সিমেন্ট সেক্টরের সহকারী মহাব্যবস্থাপক (সেলস) মো. ইমাম ফারুক।
আলোচনায় অংশ নেন রংপুর বিভাগের ডিভিশনাল ম্যানেজার মো. জিয়ারুল ইসলাম, টেকনিক্যাল সাপোর্ট সার্ভিসের প্রকৌশলী এ এস এম জহিরুল কাইয়ুম, কুড়িগ্রামের বসুন্ধরা সিমেন্টের পরিবেশক মো. আশরাফুল আলম, স্থানীয় ব্যবসায়ী আফজাল হোসেন, ইমারত নির্মাণ সমিতির সভাপতি সোলায়মান আলী ও আবুল হোসেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ৭৫ জন রাজমিস্ত্রির সবাইকে বসুন্ধরা সিমেন্টের পক্ষ থেকে উপহার সামগ্রী দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, শতভাগ গুণগত মান থাকা ও সম্প্রতি দেশের বড় বড় সেতু নির্মাণে ব্যবহূত হচ্ছে বলে বসুন্ধরা সিমেন্টের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধির কথা জানালেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের রাজমিস্ত্রিরা। গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত সম্মেলনে রাজমিস্ত্রিরা তাঁদের এ আগ্রহের কথা জানান। একই সঙ্গে তাঁরা ভালো মানের বসুন্ধরা সিমেন্ট নিয়মিত ব্যবহারের কথাও বলেন।
বাঞ্ছারামপুর উপজেলা অডিটরিয়ামে আয়োজিত রাজমিস্ত্রি সম্মেলনে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, শুরু থেকেই বসুন্ধরা সিমেন্ট গুণগত মান নিশ্চিত করে আসছে। এতে ৫৭০০ পিএসআই থাকায় এটিই সবার সেরা। যে কারণে দিন দিনই এর চাহিদা বেড়েই চলছে। বসুন্ধরা গ্রুপ সিমেন্ট সেক্টরের ডিজিএম (টেকনিক্যাল সাপোর্ট) প্রকোশলী সরোজ কুমার বড়ুয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাঞ্ছারামপুর এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. হেলাল উদ্দিন। সম্মেলনে শতাধিক রাজমিস্ত্রি অংশ নেন।
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ জানান, উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহে বসুন্ধরা সিমেন্টের স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে হালখাতা-১৪২২ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল ময়মনসিংহের বাকৃবির অতিথি ভবন সেন্টার মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রায় ২০০ জন ব্যবসায়ী এবং তাঁদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের আয়োজন করে বসুন্ধরা সিমেন্টের ময়মনসিংহের পরিবেশক ‘নিউ আন ট্রেডার্স’। অনুষ্ঠানে সেরা ২০ বিক্রেতাকে পুরস্কার প্রদান এবং র্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের জিএম খন্দকার কিংশুক হোসেইন।
খন্দকার কিংশুক হোসেইন বলেন, সিমেন্টশিল্পে বাংলাদেশে সর্বোচ্চ উত্পাদনক্ষম আধুনিক কারখানা রয়েছে একমাত্র বসুন্ধরা সিমেন্টের। বর্তমানে দেশের সবচেয়ে বেশি সিমেন্ট উত্পাদন করছে এ প্রতিষ্ঠানটি। বসুন্ধরা সিমেন্ট কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে উত্পাদনের প্রতিটি ধাপে স্বয়ংক্রিয় কম্পিউটারাইজ প্রযুক্তি অনুসরণ করে। দেশে বহুল আলেচিত পদ্মা সেতুতেও বসুন্ধরা সিমেন্ট ব্যবহার হচ্ছে। ব্যবসায়ীদের মতামত নিয়ে আগামীতে ময়মনসিংহ অঞ্চলে ব্যবসা প্রসারে আরো যুগোপযোগী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে অ্যাডভোকেট নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন মাহামুদুল হাসান এজিএম উইং হেড-ঢাকা, লুত্ফুল হক খসরু ডিএসএম (ঢাকা-৩), ময়মনসিংহের জেলা পরিবেশক মো. রফিকুল ইসলাম বাবলু, সাইদুল ইসলাম লিটন প্রমুখ।