বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি কর্মশালা ময়মনসিংহে

নির্মাণ শিল্পে ব্যবহৃত পণ্যের গুণগত মান, পরিমাপ ও সঠিক প্রয়োগের ওপর রাজমিস্ত্রিদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহে। গতকাল শনিবার দুপুরে ময়মনসিংহ শহরের ধানসিঁড়ি রেস্টুরেন্টে অনুষ্ঠিত কর্মশালার আয়োজনে ছিল দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্ট। ব্যতিক্রমধর্মী এ কর্মশালায় ময়মনসিংহ সদরের শতাধিক রাজমিস্ত্রি অংশ নেন।
কর্মশালায় বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে বক্তব্য দেন সরোজ কুমার বড়–য়া, ডিজিএম টেকনিক্যাল সাপোর্ট; মাহামুদুল হাসান, এজিএম উইং হেড-ঢাকা; লুৎফুল হক খসরু, ডিএসএম (ঢাকা-৩); ময়মনসিংহের জেলা পরিবেশক মো. রফিকুল ইসলাম বাবলু, এরিয়া সেলস ম্যানেজার ফিরোজ আহমেদ শেখ, টাঙ্গাইলের এরিয়া সেলস ম্যানেজার মো. আতিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সিমেন্ট শিল্পে বাংলাদেশে সর্বোচ্চ উৎপাদনক্ষম আধুনিক কারখানা রয়েছে একমাত্র বসুন্ধরা সিমেন্টের। বর্তমানে দেশের সবচেয়ে বেশি সিমেন্ট উৎপাদন করছে প্রতিষ্ঠানটি। বসুন্ধরা সিমেন্টের উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত হচ্ছে জার্মান প্রযুক্তি ভিআরএম, যা সিমেন্টের ক্ষমতা বাড়িয়ে দেয় এবং স্থাপনার দীর্ঘস্থায়ী শক্তির নিশ্চয়তা দেয়। বসুন্ধরা সিমেন্ট কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে উৎপাদনের প্রতিটি ধাপে স্বয়ংক্রিয় কম্পিউটারাইজড প্রযুক্তি অনুসরণ করে।
বক্তারা বলেন, দেশের সবচেয়ে আইকনিক প্রকল্প পদ্মা সেতু নির্মাণ, পদ্মা সেতু নদী শাসন, পদ্মা সেতু অ্যাপ্রোচ রোড, মেগা পাওয়ার প্লান্ট প্রকল্পের মতো বড় বড় প্রকল্পে ব্যবহৃত হচ্ছে বসুন্ধরা সিমেন্ট। কর্মশালায় রাজমিস্ত্রিরা তাঁদের বিভিন্ন মতামত তুলে ধরেন।