Pre-loader logo

বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি সম্মেলন মাদারীপুরে

বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি সম্মেলন মাদারীপুরে

নির্মাণশিল্পে ব্যবহূত পণ্যের গুণগত মান, পরিমাপ ও সঠিক প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করে বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে শনিবার মাদারীপুরে অনুষ্ঠিত হয়েছে বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি সম্মেলন। এতে বসুন্ধরা সিমেন্টের বিভিন্ন গুণগত মান এবং ব্যবহার পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা সিমেন্টের মাদারীপুরের ডিলার ফারুক খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বসুন্ধরা সিমেন্টের (এজিএম ওয়েস্ট জোন) মো. ইমাম ফারুক। তিনি আরো বলেন, সিমেন্টশিল্পে সর্বোচ্চ উৎপাদনক্ষম আধুনিক কারখানা রয়েছে একমাত্র বসুন্ধরা সিমেন্টের। বর্তমানে দেশের সবচেয়ে বেশি সিমেন্ট উৎপাদন করছে এই প্রতিষ্ঠানটি। উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহূত হচ্ছে জার্মানের প্রযুক্তি ভিআরএম, যা সিমেন্টের সূক্ষ্মতা বাড়িয়ে দেয় এবং স্থাপনায় দীর্ঘস্থায়ী শক্তির নিশ্চয়তা দেয়।
ইমাম ফারুক বলেন, দেশের আইকনিক প্রকল্প পদ্মা সেতু নির্মাণে প্রকল্প, পদ্মা সেতু নদী শাসন প্রকল্প, পদ্মা সেতু অ্যাপ্রোস রোড, মেগা পাওয়ার প্লান্ট প্রকল্পের মতো বড় স্থাপনাগুলোতেও ব্যবহূত হচ্ছে বসুন্ধরা সিমেন্ট।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্টের (ডিএসআই বরিশাল) কে এম ইফতেখার মাহমুদ, টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার কাওসার হোসেন, বসুন্ধরা সিমেন্টের এ এস এম শেখ মো. সেলিম প্রমুখ।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.