বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি সম্মেলন

বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি সম্মেলন শনিবার রাতে রংপুরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা সিমেন্টের রংপুর ডিভিশনাল সেলস ম্যানেজার জিয়ারুল ইসলাম। অনুষ্ঠানে ৭৫ জন রাজমিস্ত্রিকে বসুন্ধরা সিমেন্টের গুণগত মান বিষয়ে অবহিত করেন বসুন্ধরা সিমেন্টের প্রোডাক্ট সার্ভিস ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম। বক্তব্য দেন এরিয়া সেলস ম্যানেজার শাহাদৎ হোসেন, প্রোডাক্ট সার্ভিস ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, এক্সিকিউটিভ রাজু আহমেদ, আবদুল্লাহ, সাহাবুল ইসলাম ও রংপুর মহানগর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি খলিল মিয়া।
কিং ব্র্যান্ড সিমেন্টের নির্মাণ কর্মশালা : বরগুনা প্রতিনিধি জানায়, বরগুনার আমতলীতে কিং ব্র্যান্ড সিমেন্টের গুণগত মান, পরিমাপ ও সঠিক প্রয়োগবিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মেঘনা সিমেন্ট মিলস লিমিটেডের আয়োজনে শনিবার সন্ধ্যায় আমতলী বাসস্ট্যান্ডে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় আমতলী উপজেলার বিভিন্ন এলাকার ৪০ জন রাজমিস্ত্রি অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিং ব্র্যান্ড সিমেন্টের ডিভিশনাল সেলস ম্যানেজার কবির আহমেদ। কিং ব্র্যান্ড সিমেন্টের আমতলী পরিবেশক মেসার্স জিমি ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আবুল বাশার নয়ন মৃধার সভাপতিত্বে বিশেষ অতিথি অতিথি ছিলেন আমতলী পৌরসভার সহকারী প্রকৌশলী তানভীর আহমেদ, মো. রুবেল আহমেদ প্রমুখ।