বসুন্ধরা সিমেন্টের ফরচুন অফারের র্যাফেল ড্র অনুষ্ঠিত

গতকাল ঢাকার একটি অভিজাত রেস্টুরেন্টে বসুন্ধরা সিমেন্টের ফরচুন অফারের র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে সারা বাংলাদেশ থেকে আগত বসুন্ধরা সিমেন্টের ডিলার ও রিটেইলাররা অংশ নেন। র্যাফেল ড্রর পুরস্কারগুলো হলো বসুন্ধরা প্লট, পিকআপ ভ্যান, মোটরসাইকেল, থাইল্যান্ড ট্যুর, নেপাল ট্যুর, ডিপ ফ্রিজ ও টেলিভিশন।
অনুষ্ঠানে বসুন্ধরা সিমেন্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্টের ডিএমডি ইঞ্জিনিয়ার এ কে এম মাহবুব-উজ-জামান, মদনগঞ্জ প্ল্যান্ট ইনচার্জ ইঞ্জিনিয়ার এ কে এম সিরাজুল হক, জেনারেল ম্যানেজার (সেলস, সিমেন্ট সেক্টর) খন্দকার কিংশুক হোসেন, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সেক্রেটারি মো. মাকসুদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ছাড়াও ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোর বসুন্ধরা সিমেন্টের ডিস্ট্রিবিউটররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।