বসুন্ধরা সিটির ঈদুল ফিতরের র্যাফেল ড্র অনুষ্ঠিত

বসুন্ধরা সিটির ঈদুল ফিতরের ২০তম র্যাফেল ড্র-২০১৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বসুন্ধরা সিটির লেভেল-১ এর এট্রিয়াময়ে ড্র অনুষ্ঠানের মূল পর্ব অনুষ্ঠিত হয়। এবার দেয়া হয় ১১টি মেগা ও ১০৯টি সুপারসহ মোট ১২০টি পুরস্কার। এতে প্রথম পুরস্কার ব্র্যান্ড নিউ টয়োটা ভিআইওএস-১৫০০সিসি কার জিতেছেন ‘ডব্লিউ-১৪৫৮০১’ নম্বর কুপনধারী ক্রেতা। এ ছাড়া ‘ই-২৪৭৮৭৮’ কুপনধারী ক্রেতা পেয়েছেন দ্বিতীয় পুরস্কার। তিনি পেয়েছেন একটি ডায়মন্ড সেট। তৃতীয় পুরস্কার চেরি কিউকিউ৩ কার ৮১২সিসি জিতেছেন ‘কে-১৯১২২৪’ নম্বরধারী কুপনের ক্রেতা। ‘এ-১৬৮২৯৪’ কুপনধারী ক্রেতা পেয়েছেন চতুর্থ পুরস্কার ৫ভরি স্বর্ণের গহনা। আর পঞ্চম পুরস্কার কক্সবাজারে তিনদিনের ট্যুর প্যাকেজ জিতেছেন ‘ই-২৪৪৫১২ নম্বর কুপনধারী ক্রেতা। ‘কিউ-১৯৪৮৯৩’ জিতেছেন ষষ্ঠ পুরস্কার ৩ ভরি ওজনের স্বর্ণের গহনা, সপ্তম পুরস্কার মাহেন্দ্র ১১০সিসি স্কুটার পেয়েছেন ‘এম-১২৪০৭৫’ নম্বর কুপনধারী। ‘জেড-২৯৭২৪১’ নম্বরধারী কুপনের ক্রেতা জিতেছেন অষ্টম পুরস্কার মাহেন্দ্র ১১০সিসি মোটরসাইকেল। মেগা ৮টি পুরস্কারের র্যাফেল ড্রয়ের অনুষ্ঠান সরাসরি সমপ্রচার করে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই। অনুষ্ঠানে সংগীতজ্ঞ ও গবেষক মুস্তাফা জামান আব্বাসী, সংগীতশিল্পী খুরশিদ আলম ও অভিনেত্রী এম এস সাবেরী আলম, বসুন্ধরা সিটি শপিং মল দোকান মালিক সমিতির সভাপতি এম এ হান্নান আজাদ ও সিনিয়র সহসভাপতি মো. গোলাম মৌলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন-বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের ঊর্ধ্বতন কারিগরি উপদেষ্টা ও বসুন্ধরা সিটির ইনচার্জ টি আই এম লতিফুল হোসেন, বসুন্ধরা সিটির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর (অ্যাকাউন্টস) শেখ আবদুল আলীম, ইডব্লিউপিডি’র সিনিয়র নির্বাহী পরিচালক মো. লিয়াকত হোসেন, ইস্ট ওয়েস্ট প্রোপার্টিজ ডেভলপমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড সেলস) বিদ্যুৎ কুমার ভৌমিক, বসুন্ধরা সিটির জেনারেল ম্যানেজার (প্রশাসন ও মানবসম্পদ) মেজর (অব.) মো. মুস্তফা রাহেল ইমাম প্রমুখ। অনুষ্ঠানে গতবছরের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এ সময় প্রথম পুরস্কার হিসেবে ফেরদৌসী তারিকের হাতে টাটা ইন্ডিগো ইসিএস ১১৯৩ সিসি কারের চাবি তুলে দেন অতিথিরা। ড্র অনুষ্ঠানের প?ূর্ণাঙ্গ ফলাফল বাংলানিউজটোয়েন্টিফোর.কম, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন ও ডেইলি সানে পাওয়া যাবে। এ ছাড়া বসুন্ধরা সিটির ওয়েবসাইট নধংযঁহফযধৎধ-পরঃু.পড়স এবং ফেসবুকে বসুন্ধরা সিটির ফ্যান পেইজও ফলাফল প্রকাশ করা হবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ৩রা জুন থেকে ১৭ই জুলাই পর্যন্ত বসুন্ধরা সিটিতে সর্বনিম্ন ২০০ টাকার পণ্য কিনলেই একটি করে র্যাফেল ড্র কুপন দেয়া হয় ক্রেতাদের। আর নির্দিষ্ট বাক্সে ক্রেতাদের ফেলে যাওয়া কুপন নিয়েই গতকাল ড্র অনুষ্ঠিত হয়েছে।