বসুন্ধরা সিটিতে মিলাদ মাহফিল

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকীতে বসুন্ধরা গ্রুপের আয়োজনে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের স্মরণে রাজধানীর বসুন্ধরা সিটিতে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক ও তার পরিবারের যারা শহীদ হয়েছেন তাদের আত্দার শান্তি কামনা করা হয়। মোনাজাতে শতাধিক মুসল্লি উপস্থিত থেকে জাতির পিতার রুহের মাগফিরাত কামনা করেন। মিলাদ মাহফিলে বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন উপদেষ্টা (কারিগরি) টি আই এম লতিফুল হোসেন, ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক শেখ আবদুল আলিম, লিয়াকত হোসেন, মেজর (অব.) মোস্তফা রাহেল ইমাম, বসুন্ধরা সিটি দোকান মালিক সমিতির সভাপতি এ কে এম হান্নান আজাদ ও ঊর্ধ্বতন সহসভাপতি গোলাম মাওলাসহ দোকান মালিক সমিতির সদস্য ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।